চিনের সীমান্তে মোতায়েন হচ্ছে ১২০টি প্রলয় মিসাইল। এই ব্যালিস্টিক মিসাইল ১৫০ থেকে ৫০০ কিমি দূরত্বে লক্ষ্য ভেদ করতে সক্ষম। প্রয়াত সিডিএস বিপিন রাওয়াত যখন সেনাপ্রধান ছিলেন তখন থেকে এই প্রলয় মিসাইল তৈরির কাজ চলছিল।
গতবছরের ২১ এবং ২২ ডিসেম্বর এই মিসাইলের সফল পরীক্ষণ হয়। সেনা সূত্রে খবর, প্রথম পর্যায়ে ১২০টি প্রলয় ক্ষেপণাস্ত্র কেনা হবে। এর সবগুলিই মোতায়েন করা হবে চিন সীমান্তে। উল্লেখ্য, এই প্রথম স্বল্পপাল্লার ব্যালেস্টিক মিসাইল সীমান্তে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সেনা।
সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে প্রলয় মিসাইলটি। প্রথমে বায়ুসেনা এবং পরে সেনায় অন্তর্ভুক্ত করা হবে এই মিসাইল। ঘণ্টায় প্রায় ২ হাজার কিলোমিটার বেগে যেতে পারে প্রলয়। আকাশেই বদলে ফেলা যায় লক্ষ্যবস্তু এবং গতিপথ। তাওয়াং সংঘর্ষের পর এই মিসাইল মোতায়েনের সিদ্ধান্তে ভারতের তরফে চিনকে স্পষ্ট বার্তা, কোনওভাবে পিছু হটব না।
প্রসঙ্গত, সাম্প্রতিক মাসগুলিতে বারংবার পিএল-র জেট বিমান ভারয়ীয় আকাশসীমা লঙ্ঘন করেছে। তবে চিনের এহেন আচরণ যে বরদাস্ত করা হবে না, তা স্পষ্ট করে দিয়েছে ভারত। এদিকে সম্প্রতি ভারত-চিন ১৭তম কমান্ডার স্তরের বৈঠক হয় লাদাখের চশুলে। তবে সেই বৈঠকও কোনও দীর্ঘমেয়াদী সমাধান সূত্র বেরিয়ে এল না।