করোনার ভ্রুকুটিকে উপেক্ষা করেই বড়দিন উপলক্ষ্যে পর্যটকদের ভিড় জমল পুরুলিয়ার বিভিন্ন প্রকৃতি ভ্রমণ কেন্দ্রে। অযোধ্যা পাহাড়, কাশীপুরের পিকনিকের নতুন ঠিকানা, রঞ্জনডি জলাধার সহ বড়ন্তি, পাঞ্চেত সব জায়গায় মানুষের ঢল দেখা গিয়েছে এদিন।
পুরুলিয়া জেলার অন্যতম এক পর্যটন স্থল হল অযোধ্যা পাহাড়, যেখানে সারা বৎসর পর্যটকদের আনাগোনা। যদিও শীত কালে পর্যটকদের সংখ্যা বাড়ে। সেই মতো আজ বড়দিন ছুটির দিন। অযোধ্যা পাহাড়ের তুর্গা জলাধার, আপার ড্যাম, বামনী ফলস্ সহ পাহাড়ের বিভিন্ন স্থানে পর্যটকদের ভিড় জমে।
অন্যদিকে, পর্যটকদের হার বাড়ায় খুশি হোটেল ব্যবসায়ী থেকে এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা। কারণ দুই বছর কোভিড পরিস্থিতিতে পর্যটকের দেখা মেলেনি, তাই এবছর শীতের শুরুতেই পর্যটকদের আনাগোনায় আশার আলো দেখছেন তাঁরা।