জেলে আতঙ্কে দিন কাটছে সারদা সংস্হার কর্তা সুদীপ্ত সেনের। যে কোনও দিন মৃত্যুর আশঙ্কা করছেন তিনি। সংবাদ মাধ্যমের কাছে তাঁর এই আশঙ্কার কথা প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার বারাসত আদালতে সারদা মামলায় হাজিরা দিতে আসেন সারদা কর্তা সুদীপ্ত সেন ও তার সহযোগী দেবযানী ভট্টাচার্য। সারদা কর্তা সুদীপ্ত সেনের শরীর একেবারে ভেঙে পড়েছে। তাঁর আগের চেহারার সঙ্গে আজকের সুদীপ্তকে মেলানো যাবে না। সুদীপ্ত সেনকে এতটাই দুর্বল দেখাচ্ছিল যে পুলিশের পাহারায় তিনি জোরে হাঁটতেও পারছিলেন না।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুদীপ্ত সেন নির্লিপ্তভাবে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, “আমি মৃত্যুর অপেক্ষায় আছি, যেকোনো দিন মারা যেতে পারি। আমার বেঁচে থাকার মত কিছু নেই , আমার সারদার সব সম্পত্তি শেষ হয়েছে।
উল্টোদিকে দেবযানী ভট্টাচার্য আগের তুলনায় স্লিম এবং সাজ পোশাকে আধুনিক। আদালত চত্বরে ঠোঁটে হাসি ভাসিয়েই চুপ থেকে যান দেবযানী ভট্টাচার্য।