প্লেনের মধ্যেই ল্যাপটপ থেকে ধোঁয়া বের হওয়ার ঘটনা। এরপরই নিউ ইয়র্ক শহরের জেএফকে ইন্টারন্যাশানাল এয়ারপোর্টে একটি বিমানকে খালি করা হল জরুরি ভিত্তিতে। দ্রুত যাত্রীদের বিমান থেকে নামানোর ব্যবস্থা করা হয়। সূত্রের খবর, বার্বাডোজ থেকে বিমানটি এসেছিল। এরপর দেখা যায় প্লেনের ভেতর থাকা একটি ল্যাপটপ থেকে ধোঁয়া বের হচ্ছে। এরপর আর দেরি করেননি কেবিন ক্রুরা। এবিসি নিউজ সূত্রে এমনটাই খবর। সব মিলিয়ে ১৬৭জন ছিলেন ওই বিমানে। দ্রুত এমার্জেন্সি স্লাইড খুলে সকলকে নীচে নামিয়ে ফেলা হয়। তবে তাড়াহুড়়ো করতে গিয়ে জনা পাঁচেক যাত্রী সামান্য আহত হয়েছেন।
এদিকে জেট ব্লু ফ্লাইটের মধ্য়ে থাকা ওই ল্যাপটপে ধোঁয়া বের হতে দেখেই দ্রুত পদক্ষেপ নেয় কেবিন ক্রুরা। ক্রু মেম্বাররা আগুন নেভাতে পদক্ষেপ নেন। এরপর প্রাথমিকভাবে ৬০জন যাত্রীকে এমার্জেন্সি স্লাইড সিস্টেম দিয়ে নামিয়ে আনা হয়। বাকিদের স্বাভাবিকভাবেই বিমান থেকে বের করা হয়। পোর্ট অথরিটি এমনটাই জানিয়েছেন।
এপি সূত্রে খবর, জেট ব্লু বিমান সংস্থা একটি বিবৃতি জারি করে জানিয়েছে, সুরক্ষা আমাদের সবার আগে। এটাকেই আমরা অগ্রাধিকার দিয়ে থাকি। আমরা গোটা ঘটনার তদন্ত করে দেখছি।
এদিকে সূত্রের খবর, বিমানটি এয়ারপোর্টের ৫ নম্বর গেট সংলগ্ন রানওয়েতে দাঁড়িয়েছিল। এদিকে বিমানের ভেতরে যাত্রীরা ছিলেন। কিন্তু আচমকাই দেখা যায় একটি ল্যাপটপ থেকে ধোঁয়া বের হচ্ছে। আসলে এক যাত্রীর ল্যাপটপ ছিল ওটা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই ল্যাপটপের সঙ্গে একটি লিথিয়াম ব্যাটারি ছিল। সেই লিথিয়াম ব্যাটারিতে এই ধরনের আগুন ধরে গিয়েছিল আচমকাই।
তবে ক্রু মেম্বাররাই আগুন দ্রুত নিভিয়ে ফেলেন। তবে দ্রুত নামার জেরে কয়েকজন সামান্য জখম হয়েছেন। কনুইতে লেগেছে তাঁদের। অন্য়দিকে বিমানে কিছুটা ধোঁয়া হয়ে গিয়েছিল। সেই ধোঁয়াতেই কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন কয়েকজন।
তবে সূত্রের খবর কীভাবে ওই ল্যাপটপে আগুন লেগে গিয়েছিল তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। তবে এনিয়ে গোটা পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে আচমকাই বিমানে এই ঘটনায় ক্রু মেম্বাররা দ্রুত ব্যবস্থা নিয়েছিলেন। তার জেরে বিমানের যাত্রীদের বড় কোনও সমস্য়া হয়নি। দ্রুত তাঁদের বিমান থেকে নামানো হয়েছিল। কিন্তু আচমকা এই ঘটনায় বিমানের সাধারণ যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়েছিল। তবে দ্রুত পরিস্থিতি মোকাবিলার ব্যবস্থা করা হয়।