কাশ্মীরে বড়সড় পাক নাশকতার ছক বানচাল করলো যৌথ সেনা। উরি সেক্টর থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করল কাশ্মীর পুলিশ ও সেনা। তাদের দাবি, গত দেড় বছরে এত সংখ্যক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়নি।
বছর শেষে পর্যটকে ভরা ভূস্বর্গে বড়সড় নাশকতার ছক কষেছিল পাকিস্তানের জঙ্গিরা। যৌথ বাহিনীর তাৎপরতায় সে ছক ভেস্তে গেল। সূত্র মারফত খবর পেয়ে শনিবার সকালে কাশ্মীরের উড়ি সেক্টরে তল্লাশি চালায় যৌথ বাহিনী। হাতলাঙ্গা গ্রাম থেকে আটটি একে ৭৪ রাইফেল, ১২টি পিস্তল, প্রচুর কার্তুজ উদ্ধার হয়। ১৪টি গ্রেনেড ও ৮১ টি বেলুনও উদ্ধার হয় যার গায়ে পাকিস্তানি পতাকা খোদাই করা রয়েছে।
কাশ্মীরে নাশকতা ঘটাতে লস্কর ই তৈবা গত দু’বছর ধরে অস্ত্র পাচারের চেষ্টা করছিল। যৌথবাহিনীর প্রচেষ্টায় তা ভেস্তে যায়। যদিও এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
কয়েকদিন আগে কাশ্মীরে এক লস্কর ই জঙ্গি নেতার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল কাশ্মীরের প্রশাসন। আব্দুল রশিদ ওরফে জাহাঙ্গির নামে পলাতক ওই জঙ্গি নিয়ন্ত্রণ রেখা বরাবর বিভিন্ন স্থানে ঘুরে সন্ত্রাস মূলক ষড়যন্ত্র করে চলেছে বলে জানা গিয়েছে। উপত্যকা ডোডো জেলার খানপুরা গ্রামে রয়েছে জঙ্গির বাড়ি। শনিবার সেই বাড়িও ঘেরাও করা হয়েছে। তারপরে লস্কর জঙ্গিদের ডেরা খুঁজে বের করে সফল অভিযান চালায় পুলিশ। সেখানে এনকাউন্টারে তিন লস্কর জঙ্গিকে খতম করে যৌথ বাহিনী।