জ্ঞানবাপী মসজিদ বিতর্কের মধ্যেই মথুরার শাহি ইদগাহ মসজিদে সার্ভের নির্দেশ দিল উত্তরপ্রদেশের আদালত। আগামী ২ জানুয়ারি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ওই মসজিদ চত্বরে সমীক্ষা করবে।
আধ্যাত্মিক শহর হিসেবে পরিচিত মথুরাকে শ্রীকৃষ্ণের জন্মস্থান হিসেবে বিশ্বাস হিন্দুদের। কিন্তু সেই শ্রীকৃষ্ণের জন্মভূমি চত্বরেই রয়েছে শাহি ইদগাহ মসজিদ। ইতিহাস বিদদের একাংশের দাবি, প্রাচীন কেশবনাথ মন্দির ভেঙ্গে এই মসজিদ তৈরি করেছিলেন ঔরঙ্গজেব। ১৯৩৫ সালে ওই মন্দির চত্বরের মালিকানা মথুরা রাজার হাতে সপে দেয় এলাহাবাদ হাইকোর্ট। পর্যায়ক্রমে সেই সত্ত্ব বর্তায় শ্রীকৃষ্ণভূমি ট্রাস্টের হাতে। সেই সময় থেকেই দুই ধর্মের মানুষের মধ্যে তৈরি হয় সংঘাত। ১৯৬৮ সালে এক চুক্তির মাধ্যমে জমির মালিকানা হিন্দুদের হাতে থাকলেও মসজিদটির রক্ষণাবেক্ষণের অধিকার পায় মুসলিম পক্ষ।
কিন্তু হিন্দুদের দাবি, ওখানেই জন্ম হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের। একাধিক হিন্দু সংগঠন সপ্তদশ শতকের এই মসজিদ ভেঙ্গে দেওয়ার দাবিতে মথুরার স্থানীয় আদালতে মামলা দায়ের করে। হিন্দু সেনা নামের একটি সংগঠনের তরফে মামলা দায়ের করেছিলেন আইনজীবী বিষ্ণু শর্মা। তাদের দায়ের করা মামলার ভিত্তিতে মথুরার স্থানীয় আদালত জানিয়ে দিয়েছে আগামী ২ জানুয়ারি বিতর্কিত মসজিদে সার্ভে করার নির্দেশ দেওয়া হয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে। ২০ জানুয়ারির আগে আদালতে রিপোর্ট জমা দেবে এএসআই।