Viral Video of Woman getting beaten: ‘আমাকে বিয়ে করবে?’ প্রশ্ন শুনেই প্রেমিকার মুখে লাথি যুবকের! ভাইরাল হল ভিডিয়ো

যুবককে প্রেম নিবেদন করে প্রেমিকা প্রশ্ন করেছিলেন, ‘আমাকে বিয়ে করবে?’ জবাবে সেই যুবতীকে মাটিতে ফেলে তাঁর মুখে লাথি মারল যুবক। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশে। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে অভিযুক্ত যুবকে প্রথমে আটক করলেও পরে ছেড়ে দেয় পুলিশ। জানা গিয়েছে, ঘটনাটি গত বুধবার ঘটে। এরপরই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫১ নং ধারায় (শান্তি নষ্ট) মামলা রুজু করে পুলিশ। এর জেরে পরে সেই যুবক ছাড়া পেয়ে যায়। এদিকে ঘটনার বিষয়ে পুলিশে জানিয়েছেন মার খাওয়া যুবতী। তবে তিনি অভিযোগ দায়ের করেননি। তবে ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই পুলিশ স্বতপ্রণোদিত ভাবে সেই যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩২৩ নং ধারায় মামলা রুজু করে। তবে পুলিশ তাকে গ্রেফতার করার আগেই সে পালিয়ে যায়। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এদিকে যে ব্যক্তি গোটা ঘটনাটির ভিডিয়ো করেছেন, তাঁর বিরুদ্ধে নির্যাতিতা অভিযোগ দায়ের করেছেন। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, যুবক-যুবতী দাঁড়িয়ে বিয়ে নিয়ে কথা বলছেন। এরপর যুবতীর বয়ফ্রেন্ড ভিডিয়ো করা ব্যক্তিকে ক্যামেরা বন্ধ করতে বলে। এরপরই অভিযুক্ত প্রেমিক সেই যুবতীকে চড় মেরে মাটিতে ফেলে দেয়। মাটিতে পড়ে গিয়ে বেদনায় আর্তনাদ করে ওঠে সেই যুবতী। এরপর সেই যুবক তার প্রেমিকার মুখে লাথি মারে। এরপর সেই যুবক তার প্রেমিকাকে মাটি থেকে তুলে ধরেন। তবে মার খেয়ে যুবতী সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভিডিয়োটি মৌগঞ্জ এলাকার ধেরা গ্রামের। সাব ডিভিশনাল পুলিশ অফিসার নবীন দুবে জানান, ভিডিয়োতে যেই যুবক-যুবতীকে দেখা যাচ্ছে, তাদের মধ্যে প্রেমের সম্পর্কে রয়েছে। দুই জনের মধ্যে ঝামেলা হওয়ার পর যুবক তার প্রেমিকাকে মারে। এই ঘটনার ভিডিয়ো টুইট করে সমাজকর্মী যোগিতা ভায়ানা লেখেন, ‘এই রাক্ষসের বিরুদ্ধে মধ্যপ্রদেশের রেওয়ার পুলিশ ১৫১ নং ধারায় মামলা রুজু করে। আতঙ্কে পরিবার যদি অভিযোগ না করে, তাহলে পরবর্তীতে আরও ভয়ঙ্কর ঘটনার ঘটবে। তখন পুলিশ কি এই দানবকে ছেড়ে দেবে? বলুন, এই ঘটনায় কি শুধু ১৫১ নং ধারার?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.