Bank Holiday in Kolkata 2023 Full List: ২০২৩ সালে কলকাতায় কোন মাসে কতদিন বন্ধ ব্যাঙ্ক? ছুটির তালিকা প্রকাশ করল RBI

1/5২০২৩ সালের জানুয়ারি মাসের ১২ তারিখ স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে বন্ধ ব্যাঙ্ক। ২৩ জানুয়ারি নেতাজির জন্মদিন উপলক্ষে বন্ধ ব্যাঙ্ক। ২৬ জাবুয়ারি সরস্বতী পুজো এবং প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অতিরিক্ত কোনও ছুটি নেই ব্যাঙ্কে। মার্চ মাসের ৮ তারিখ দোলযাত্রা উপলক্ষে ব্যাঙ্ক ছুটি থাকবে কলকাতায়।

2/5এপ্রিল মাসের ৭ তারিখ গুড ফ্রাইডে উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক। এপ্রিল মাসের ২২ তারিখ ইদ-উল-ফিতর উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১ মে শ্রম দিবস উপলক্ষে ব্যাঙ্ক ছুটি থাকবে। ৫ মে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৯ মে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে কলকাতা বন্ধ থাকবে ব্যাঙ্ক। জুন মাসে ইদ-উল-জোহা উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

3/5২৯ জুলাই মহরম উপলক্ষে কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৫ অগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশের পাশাপাশি কলকাতাতেও ব্যাঙ্কে তালা ঝুলবে। সেপ্টম্বরে অতিরিক্ত কোনও ছুটি পাবেন না ব্যাঙ্ককর্নীরা। এরপর ২ অক্টোবর গান্ধী জয়ন্তী উপলক্ষে গোটা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৪ অক্টোবর মহালয় উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

4/5২১ থেকে ২৪ অক্টোবর (সপ্তমী থেকে দশমী) দুর্গাপুজো উপলক্ষে ছুটি পাবেন কলকাতার ব্যাঙ্ককর্মীরা। ২৮ অক্টোবর লক্ষ্মীপুজো উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১২ নভেম্বর কালিপুজো উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক। এরপর সোজা ডিসেম্বরের ২৫ তারিখ বড়দিন উপলক্ষে ছুটি পাবেন ব্যাঙ্ককর্মীরা। তবে এই ছুটির মধ্যে অনেকগুলি ছুটি ‘নষ্ট’ হবে ব্যাঙ্ককর্মীদের জন্য। দ্বিতীয় এবং চতুর্থ শনিবারে সেই দিনগুলি পড়ায় বাড়তি ছুটি থেকে বঞ্চিত হবেন ব্যাঙ্ক কর্মীরা।

5/5সরস্বতী পুজো এবং প্রজাতন্ত্র দিবসের ছুটি একই দিনে পড়েছে ২০২৩ সালে। ইদ-উল-ফিতর এবং এপ্রিল মাসের চতুর্থ দিন একই দিনে পড়েছে (২২ এপ্রিল)। মহালয়া এবং অক্টোবরের দ্বিতীয় শনিবার একই দিন পড়েছে (১৪ অক্টোবর)। লক্ষ্মীপুজো এবং অক্টোবর মাসের চতুর্থ শনিবার একই দিনে পড়েছে (২৮ অক্টোবর)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.