One Rank One Pension: ‘এক পদ, এক পেনশন’ নিয়ে বড় ঘোষণা কেন্দ্রের, লাভবান হবেন ২৫ লাখ অবসরপ্রাপ্ত সেনাকর্মী

বছরের শেষ লগ্মে অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের মুখে হাসি ফুটিয়ে ‘এক পক, এক পেনশন’ (One Rank, One Pension) নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। গতকাল সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানান, সংশোধিত ‘এক পক, এক পেনশন’ নীতিতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেট। এর ফলে এবার ২৫.১৩ লাখ পেনশনভোগী লাভবান হবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি, নিহত সেনাকর্মীদের বিধবা স্ত্রী ও যুদ্ধ ক্ষতিগ্রস্ত সেনাকর্মীরাও এর আওতায় আসবেন। জানানো হয়েছে, ২০১৯-র ১ জুলাই থেকে কার্যকর হবে সংশোধিত ‘এক পদ, এক পেনশন’ নীতি। এর ফলে বিপুল পরিমাণ অর্থ বকেয়া বাবদ পেতে চলেছেন অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা।

জানা গিয়েছে, ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত সংশোধিত ‘এক পক, এক পেনশন’ বাবদ ২৩ হাজার ৬০০ কোটি টাকা খরচ করবে কেন্দ্র। অর্থাৎ, অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের পেনশন বাবদ সরকারের অতিরিক্ত খরচ হবে ৮ হাজার ৪৫০ কোটি টাকা। এর মধ্যে সেনাকর্মীদের ৩১ শতাংশ মহার্ঘ ভাতা বা ডিআর-ও অন্তর্ভুক্ত। ছয় মাস বাদে বাদে চারটি কিস্তিতে এই বকেয়া অর্থ দেওয়া হবে। তবে, বিশেষ পারিবারিক পেনশন এবং বীরত্বের পুরস্কার প্রাপক পেনশনভোগীদের একটি কিস্তিতেই পুরো বকেয়া মিটিয়ে দেওয়া হবে। উল্লেখ্য, অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা প্রায় চার দশকের বেশি সময় ধরে‌ ‘এক পদ, এক পেনশন’ নীতি কার্যকরের দাবি করে এসেছেন। এ নিয়ে বহু আন্দোলনও হয়।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, একই পদে এবং একই মেয়াদে পরিষেবা দেওয়া প্রতিরক্ষা বাহিনীর অবসরপ্রাপ্তদের ২০১৮ সালের ন্যূনতম এবং সর্বোচ্চ পেনশনের গড় করে, তার ভিত্তিতে তাদের পেনশন নির্ধারণ করা হবে। সরকার এক বিবৃতিতে বলেছে, সংশোধিত ‘এক পদ এক পেনশন’ তরুণদের সশস্ত্র বাহিনীতে যোগ দিতে উৎসাহ দেবে। জানা গিয়েছে, ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সমস্ত কর্মীদের এই প্রকল্পের আওতায় আনা হবে। প্রসঙ্গত, ২০১৫ সালে ‘এক পদ, এক পেনশন’ প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। ২০১৪ সালের ১ জুলাই থেকে তা কার্যকর করা হয়েছিল। এর ফলে ভিন্ন সময়ে একই পদে থাকা অবসরপ্রাপ্ত সেনাকর্মীরা সমপরিমাণ পেনশন পাবেন। অর্থাৎ, কোনও ব্রিগেডিয়ার যদি ১৯৯০ সালে অবসর নিয়ে থাকেন, এবং অন্য এক ব্রিগেডিয়ার যদি ২০১৪ সালে অবসর গ্রহণ করে থাকেন তাহলে তাঁরা দু’জনেই সমপরিমাণ পেনশন পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.