সাধারণত সাধারণ মানুষের সংঘর্ষের কথা প্রায়শই শিরোনামে থাকে। কিন্তু, বীজের দায়িত্ব পালন করতে গিয়ে এবার পুলিশের মারধোরের শিকার হওয়ার খবর প্রকাশ্যে এলো। সম্প্রতি পুলিশ ডায়মন্ড হারবারের এক জমিতে অবৈধ নির্মাণ বন্ধ করার জন্য গিয়েছিল। সেখানে গিয়েই পুলিশ আক্রান্ত হলে দখলদারীদের হাতে।
ঘটনাটি ঘটে চলতি সপ্তাহে বুধবারে বিকেলের দিকে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার এলাকার অধীনে অবস্থিত কুলেশ্বরে। ঘটনাটি মূলত ডায়মন্ড হারবারের কুলেশ্বর মোড়ে অবস্থিত দোস্তিপুর-উস্তি রোডের পাশে থাকা সরকারি খালকে কেন্দ্র করে। এই খালেই অবৈধ নির্মাণের কাজ শুরু হয়েছিল।
এই মামলায় অভিযোগের আঙুল ওঠে এলাকার স্থানীয় বাসিন্দা ইনামুল মীরের দিকে। অভিযোগ পাওয়ার পরে পুলিশ অবৈধ নির্মাণ বন্ধ করার জন্য চলতি সপ্তাহে মঙ্গলবারে এলাকায় গিয়ে পৌঁছায় ও নির্মাণ কাজ বন্ধ করে দেয়। একইসঙ্গে পুলিশ ৮ জনকে গ্রেফতার করে বলেও জানা গেছে। বুধবার আবার উক্ত অবৈধ কাজ শুরু হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ইনামুল মীর ও তাঁর সঙ্গীরা পুলিশের উপর হামলা করে ও ধাক্কাধাক্কি শুরু করে। পরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪ অভিযুক্তকে হেফাজতে নেয়।