বছর প্রায় শেষ হতে চলল। বর্তমানে চলছে ইংরেজি বছরের শেষ মাস ডিসেম্বর। এই মাসেই এবার বাংলার মাটিতে পা রাখতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি মাসের শেষে রাজ্যে এসে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার পরে একাধিক প্রকল্প উদ্বোধন করবেন বলেও জানা গেছে।
আরো পড়ুন : অভিষেকের গড়ে বেআইনি নির্মাণ বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, কপালে গুলি চালানোর নির্দেশ দেবেন?
সূত্রের খবর অনুযায়ী, ৩০শে ডিসেম্বর তারিখে বাংলায় আসছেন। তাঁর এই বাংলা সফর মূলত নমামি গঙ্গে পরিষদের তরফে আয়োজিত এক অনুষ্ঠানকে কেন্দ্র করে। এই অনুষ্ঠানে যোগ দিতেই প্রধানমন্ত্রী বাংলায় আসবেন বলে খবর।
আরো পড়ুন : করোনা বিধ্বস্ত চিনকে ওষুধ পাঠাচ্ছে ভারত, লাদাখ-তাওয়াংয়ে আগ্রাসনের মধ্যেও সাহায্য মোদী সরকারের
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থেকে ভার্চুয়াল মাধ্যমে বারাণসী-কলকাতা এক্সপ্রেসওয়ের, বন্দে ভারত এক্সপ্রেস ও জোকা-তারাতলা মেট্রো রেলের উদ্বোধন করবেন বলে জানা গেছে।