জমি কেনায় বেআইনি আর্থিক লেনদেনের মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা এবং শাশুড়ি মৌরিন বঢরাকে গ্রেফতার করতে পারবে ইডি। রাজস্থান আদালতের বিচারপতি পিএস ভাট্টি এই রায় দিয়েছেন।
তবে রবার্টকে ১৫দিনের জন্য স্বস্তি দিয়েছে আদালত। বিচারপতি ভাট্টি রায়ে বলেছেন, রবার্ট ভদ্রা ও তাঁর মা ১৫ দিনের মধ্যে উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবেন। ১৫ দিন ইডি তাঁদের গ্রেফতার করতে পারবে না।
তাঁদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা প্রকট হতেই আদালতের দ্বারস্থ হন সোনিয়া গান্ধীর মেয়ে-জামাই। আজ কোর্ট রবার্ট ও তাঁর মাকে গ্রেফতারি এড়ানোর কোনও রক্ষাকবচ দেয়নি।
বছরের গোড়ায় ন্যাশনাল হেরাল্ড মামলায় প্রাক্তন দুই কংগ্রেস সভাপতি সোনিয়া ও রাহুল গান্ধীকে ইডি জিজ্ঞাসাবাদ করেছে। দু’ জনেই নির্দিষ্ট দিয়ে ইডি দফতরে হাজির হয়েছেন। রাহুলকে টানা পাঁচদিন জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। তাঁদের এখনও হেফাজতে নিয়ে জেরা করার কথা বলেনি ইডি। আবার ক্লিনচিটও দেয়নি ন্যাশনাল হেরাল্ড মামলায়। কিন্তু রবার্ট ভদ্রা অন্য মামলায় ইডির মুখোমুখি হলেও এই মামলায় ভিন্ন রাস্তা নিয়েছেন।