ভোটের মুখে আগ্নেয়াস্ত্র সহ দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার গোপনসূত্রে খবর পেয়ে এদের গ্রেফতার করে। বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশান গ্রুপ ও বকুলতলা থানার পুলিশ এই অভিযান চালায়।
নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই দক্ষিণ ২৪ পরগণা জেলার বিভিন্ন প্রান্ত থেকে বেআইনি অস্ত্র উদ্ধার জোরদার করেছে পুলিশ। সম্প্রতি মুখ্যমন্ত্রী জেলার প্রশাসনিক বৈঠকে বেআইনি অস্ত্র মজুত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। এলাকা থেকে বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য পুলিশকে তিনি নির্দেশ দিয়েছিলেন। গত একমাসে দক্ষিণ ২৪ পরগণা জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে অস্ত্র তৈরির কারখানা।
বৃহস্পতিবার রাতে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশান গ্রুপ খবর পায়, অস্ত্র বিক্রির জন্য কয়েকজন বকুলতলা থানার অন্তর্গত প্রিয়ার মোড়ে জড়ো হয়েছে। সেই মত এলাকায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। সেখান থেকেই এই দুই যুবক হালিম খান ও রইচ সরদারকে গ্রেফতার করে পুলিশ। সেখানে একটি পেট্রোল পাম্পের কাছে সন্দেহজনকভাবে দুই ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। ধৃতদের কাছ থেকে চারটি ওয়ান শাটার বন্দুক, সাতটি তাজা গুলি ও চারটি বোমা উদ্ধার করেছে পুলিশ। ধৃতরা জয়নগর ও বকুলতলা থানা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশের প্রাথমিক অনুমান এরা বাইরে থেকে অস্ত্র এনে দক্ষিণ ২৪ পরগণা জেলার বিভিন্ন প্রান্তে তা পাচার করত। এই বেআইনি অস্ত্র ব্যবসার সাথে আরও কে বা কারা জড়িত আছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের শুক্রবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে।