শীতের শহরে উৎসবের আমেজ। বড়দিন আসছে। সেজে উঠছে কলকাতা। প্রতিবারই যান, অন্যথা হল না এবারও। পার্কস্ট্রিটের অ্যালেন পার্কে ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। গেলেন সেন্ট জেভিয়ার্স কলেজেও। কিন্তু তাল কাটল অনুষ্ঠানে। বাবুল সুপ্রিয়র গান শুনে।
এদিন অ্যালেন পার্কে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যে পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়। মঞ্চে উঠে প্রথমে বাবুলকে ‘বিশ্বপিতা তুমি হে প্রভু’ গানটি গাইতে বলেন মমতা। কিন্তু পুরো গানটি গাইতে পারেননি তিনি। গান শেষ করে দেন মাত্র চার লাইনেই! খানিক বিরক্ত হন মু্খ্যমন্ত্রী। বলেন, ‘এ আকাশ বাতাস পাহাড় এসবগুলো গাইলে না তো! পুরোটা গাও’।
এদিকে ‘বিশ্বপিতা তুমি হে প্রভু’ গানের বাকি লাইনগুলি জানা ছিল না বাবুলের। নিরুপায় হয়ে ‘আগুনের পরশমণি’ গাইতে শুরু করেন তিনি। এরপর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি তো আর গায়িকা নই। তাই সব গান আমার মুখস্ত থাকার কথা নয়। বাবুল ইন্দ্রনীল, এদের বলছি, এই ধরনের গানগুলো জেনে রাখা উচিত। যাতে যখন হোক গাওয়া যায়’।