বিজেপি নেত্রীর উদ্যোগে রখা সম্ভব হল গরু পাচার চক্র। দাবি করা হয়েছে, আসানসোল ও কলকাতার মধ্যবর্তী এলাকায় অবৈধভাবে গরু পাচারের কাজ চলছিল। পাচারকারীদের সেই কাজই পুরো ভেস্তে দিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওর ভিত্তিতে ঘটনাটি প্রকাশ্যে আসে (ভিডিওর সত্যতা যাচাই করেনি রাইজ়িং বেঙ্গল)। উক্ত ভিডিওতে খুবই উত্তেজিতভাবে কথা বলতে দেখা যায় বিজেপি নেত্রীকে। তিনি দাবি করেন যে, আসানসোল থেকে কলকাতা যাওয়ার পথে একটি গরু বোঝাই গাড়ি দেখতে পান। সন্দেহ হতেই তিনি গাড়িটিকে দাঁড় করিয়ে গাড়ির চালক এবং খালাসির কাছে গাড়ির কাগজপত্র দেখতে চান।
উল্লেখ্য, জীবন্ত প্রাণী পরিবহণের জন্য একটি অনুমতি পত্রের প্রয়োজন হয়। সেই কাগজ দেখাতে পারেনি গাড়ির চালক। একটু চাপ দিতেই প্রকাশ্যে আসে প্রকৃত সত্য। লরির চালক আরও জানান যে, তাঁরা খুবই গরীব এবং এই গরু কে পাথাচ্ছ, সেটা তাঁরা জানেন না, শুধুমাত্র নির্দেশ অনুযায়ী কাজ করেন। প্রত্যেক থানায় ৯০০ টাকায় ‘ঘুষ’রূপে দেওয়ার পরে তাঁরা গাড়িটিকে নিয়ে যাওয়ার অনুমতি পান বলে জানান।