বিনায়ক দামোদর সাভারকর প্রতিকৃতিকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি। একাধিক ইস্যুকে কেন্দ্র করে ইতিমধ্যে কর্ণাটকে বিতর্কের সৃষ্টি হয়েছে। এইবার কর্ণাটকের বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরু হতেই বিতর্কের ধারা অব্যাহত থাকতে দেখা গেল।
বীর সাভারকারের ছবিকে কেন্দ্র করে বাড়তে দেখা যাচ্ছে রাজনৈতিক তরজা। বিরোধী দলনেতা সিদ্ধারামাইয়া সহ অন্যান্য কংগ্রেস নেতাদের বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেল বিধানসভার বাইরে। এই বিক্ষোভ প্রদর্শন প্রসঙ্গে সিদ্ধারামাইয়ার বক্তব্য, তাঁরা অন্যান্য জাতীয় নেতা ও সমাজ সংস্কারকদেরও প্রতিকৃতি রাখার দাবি করছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে করা এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই পাল্টা জবাব দেওয়া হয় বিজেপির তরফে।
বিক্ষোভ প্রদর্শন করার পদক্ষেপের বিরোধিতা জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী এবং কর্নাটকের বিজেপি নেতা প্রহ্লাদ জোশী বলেন, “কংগ্রেস তোষণের রাজনীতি করছে। কংগ্রেস স্বাধীনতা সংগ্রামে নিজেদের ভূমিকা এবং আত্মত্যাগের কথা বলে। তবে তখনকার কংগ্রেসের সঙ্গে এখনের কোনও মিল নেই। এরা নকল কংগ্রেস”। তাঁর আরও সংযোজন, ” মতাদর্শের পার্থক্য থাকতে পারে তবে বীর সাভারকর একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। সিদ্ধারামাইয়াকে প্রশ্ন করা উচিত, এবার কী দাউদের পোস্টার রাখতে হবে”।