ফের বিতর্কে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর দুটি অডিও ক্লিপ। তাতে দুই মহিলার সঙ্গে ইমরান ফোন সেক্স করছেন বলে অভিযোগ। যদিও দুটি ক্লিপই ভুয়ো বলে দাবি করেছে ইমরানের দল তেহরিক-ই-ইনসাফ।
চলতি বছর পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুর্সি হারানোর পর থেকে একাধিক বিতর্কে জড়িয়েছেন ইমরান। তারইমধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুটি অডিয়ো ক্লিপ ভাইরাল। একাধিক মহলের দাবি, ওই অডিয়োয় যে ব্যক্তির কণ্ঠস্বর শুনতে পাওযা গিয়েছে, তিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান। যিনি দুই মহিলার সঙ্গে ‘ফোন সেক্স’ করছেন বলে দাবি করা হয়েছে।
কয়েকজন পাকিস্তানি সাংবাদিকও দাবি করেন যে ওই অডিয়ো ক্লিপের কণ্ঠস্বর আদতেই ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরানের। পাকিস্তানি সাংবাদিক মনসুর আলি খান ফেসবুক ভিডিয়োয় আবার দাবি করেন, একটি অডিয়োয় যে মহিলার কণ্ঠস্বর ছিল, তিনি কে, সে বিষয়েও খবর পেরেছেন। সেইসঙ্গে ওই অডিয়োয় যে ব্যক্তির গলা শুনতে পাওয়া গিয়েছে, তিনি ‘বড়’ ব্যক্তি বলে দাবি করেন ওই পাকিস্তানি সাংবাদিক। তবে ওই ব্যক্তি কে, তা গোপন রেখেছেন।
যদিও ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের দাবি, ওই ভাইরাল ক্লিপে যে ব্যক্তির কণ্ঠস্বর শোনা যাচ্ছে, তিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নন। ওই অডিয়ো ক্লিপ ভুয়ো বলে দাবি করেছে ইমরানের দল। তেহরিক-ই-ইনসাফের নেতা আর্সনাল খালিদ বলেন, ‘পিটিআই চেয়ারম্যানের বিরোধীরা ভুয়ো অডিয়ো এবং ভিডিয়ো তৈরি করা ছাড়া কিছু ভাবতেই পারে না।’