মর্মান্তিক ঘটনা। হার্টের সমস্য়ায় ভুগছিলেন ৫২ বছর বয়সী এক ইঞ্জিনিয়ার। এনিয়ে মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন তিনি। সোমবার বেঙ্গালুরুতে তিনি আত্মহত্য়া করেছেন বলে খবর।
সোমবার বিকালে কুরুবারাহালি জংশনের কাছে এই ঘটনা। ওই ব্যক্তি মহালক্ষ্মী এলাকার বাসিন্দা ছিলেন। তিনি একটি বেসরকারি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত ছিলেন।
সূত্রের খবর, সোমবার তিনি অফিস যাওয়ার জন্য় বের হয়েছিলেন। মহালক্ষ্মী লেআউট পার্কের কাছে তিনি গাড়ি পার্কিং করেন। এরপর তিনি কয়েকজনকে বলেন গাড়়িটা একটু ঢাকব। হেল্প করবেন একটু। এরপর তিনি বলেন, খুব ক্লান্ত লাগছে। আমি একটু ঘুমোতে চাই।
এদিকে স্থানীয় লোকজনই এরপর বিষয়টি আঁচ করে পুলিশকে খবর দেন। পুলিশ এসে ওই ব্য়ক্তিকে হাসপাতালে নিয়ে যায়। তাঁর গাড়িতে চাপিয়েই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু হাসপাতালে যাওয়ার আগেই মৃত্যু হয় ওই ব্যক্তির।
এদিকে এরপর পুলিশ তাঁর বাড়িতে খবর দেয়। পরিবারের লোকজন পুলিশকে জানিয়েছেন, ওই ব্যক্তির হৃদযন্ত্রে সমস্য়া ছিল। তার চিকিৎসাও চলছিল। কিন্তু তিনি মানসিকভাবে ভেঙে পড়ছিলেন ক্রমশ।
পুলিশ সূত্রে খবর, তিনি বার বার গুগলে দেখতেন হৃদযন্ত্রের সমস্যা থাকলে ঠিক কী ধরনের চিকিৎসা করাতে হয়। এতে পরিবারকে কী ধরনের সমস্যায় পড়তে হয়। এসবই তিনি দেখার চেষ্টা করতেন।
পুলিশের ডেপুটি কমিশনার বিনায়ক পাতিল জানিয়েছেন, স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্য়া তিনি ভুগছিলেন। তাঁর আত্মহত্যার প্রবনতা তৈরি হয়েছে বলেও তিনি মাঝেমধ্যে জানাতেন।
পুলিশ সূত্রে খবর, তিনি অফিস যাওয়ার জন্য় বেরিয়েছিলেন। পার্কের কাছে গাড়িটা দাঁড় করান। এরপর গাড়়িটি প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়ার জন্য অনুরোধ করেন পাবলিককে। এরপর সম্ভবত তিনি নাইট্রোজেন গ্যাস খেয়েছিলেন। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু করেছে।