‘পুলিশকে ধরে আছাড় মারব’, বেফাঁস মন্তব্য রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বিভিন্ন নেতাই হাজির হচ্ছেন রাজ্য জুড়ে বিভিন্ন এলাকায়। এই আবহেই হুগলী জেলার এক গ্রামে হাজির হয়েছেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। সেখানে উপস্থিত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার মাঝেই তিনি বললেন, “পুলিশকে ধরে আছাড় মারব। এখানেই মারব। এটা মনে রাখবেন”।

তিনি সম্প্রতি হাজির হয়েছিলেন হুগলির চণ্ডীতলার জয়কৃষ্ণপুর গ্রামে। সেখানের বাসিন্দাদের সঙ্গে তিনি দুর্গাপুর এক্সপ্রেস ওয়ের উপর হরিপাল থেকে ডানকুনি পর্যন্ত সাবওয়ে তৈরি করার ব্যাপারে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছিলেন। মূলত উক্ত এলাকায় ১১টি সাবওয়ে তৈরি করার দাবি বহুদিন ধরেই শুনতে পাওয়া গেছে। এই এলাকাতেই বর্তমানে হাইওয়ে সম্প্রসারণ ও মেরামতের কাজ শুরু হওয়ায় বাড়ল রাজনৈতিক তরজা। মন্ত্রী দাবি করেন যে, সাবওয়ের জন্য জায়গা ছেড়ে হাইওয়ের কাজ করতে হবে। এইসবের মাঝে তিনি করলেন পুলিশ কেন্দ্রীক বেফাঁস মন্তব্য।

রাজ্যের মন্ত্রী মন্ত্রী বেচারাম মান্নার জনসমক্ষে বলেন, “ওই ১০০ ফুটের মধ্যে যে কাজ করতে আসবে, তাঁকে ধরে বেশ করে পিটিয়ে দেবে। বাকিটা আমি বুঝে নেব”। এরপরেই হুঁশিয়ারির সুরে তাঁর আরও সংযোজন, “রাস্তায় গাড়ি চলছে চলুক। সেখানে অবরোধ করা যাবে না। তখনই পুলিশ ঝামেলা করবে। কিন্তু কাজ বন্ধ করতে এলে, যদি পুলিশ বাধা দেয়, আমি পুলিশকে ধরে আছাড় মারব। এই খানেই মারব। এটা মনে রাখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.