কলকাতা হাইকোর্টের দারস্থ হলেন জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী চৈতালি তিওয়ারি। তাঁর দাবি, তদন্তের নামে তিনি হয়রানির শিকার হতে পারেন। এই অবস্থায় রক্ষাকবচের জন্য আবেদন জানিয়ে আদালতের দরবারে পৌঁছালেন জিতেন্দ্র পত্নী।
মামলাটি আসানসোলে শিবচর্চা অনুষ্ঠানে পদপিষ্ট ঘটনাকে কেন্দ্র করে। এই ঘটনায় পদপিষ্ট হয়ে ৩ জনের প্রাণ হারানোর খবর প্রকাশ্যে এসেছে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জেরে স্থানীয় পুলিশ চৈতালি তিওয়ারির বাড়িতে হাজির হলে তিনি আদালতের দারস্থ হলেন।
জানা গেছে, চৈতালি তিওয়ারির মামলাটি দায়ের হয়েছে চলতি সপ্তাহে মঙ্গলবারে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। এই মামলা কেন্দ্রীক শুনানি বুধবারে হতে পারে বলে জানা গেছে। উল্লেখ্য, এই আসানসোল পদপিষ্ট মামলায় এখনও পর্যন্ত ৬ জন গ্রেফতার হয়েছে বলে জানা গেছে।