ডিআরডিও (DRDO) হাওয়া থেকে হাওয়ায় প্রহার করা অস্ত্র মিসাইলের সফল পরীক্ষণ করল। মিসাইলের পরীক্ষণ শুখোই এসইউ ৩০ এমকেআই (Sukhoi SU 30 MKI) যুদ্ধ বিমান থেকে করা হয়। এই বিমান পশ্চিমবঙ্গের এক সেনার বিমান বন্দর থেকে আকাশে উড়ে যায়। অস্ত্র মিসাইল বিবিআর (বেয়ন্ড ভিসুয়াল রেঞ্জ) একটি এয়ার টু এয়ার মারক ক্ষমতা সম্পন্ন মিসাইল, যার রেঞ্জ ৭০ কিমি পর্যন্ত। অস্ত্র এমন একটি মিসাইল, যেটা সবরকম আবহাওয়ায় ব্যাবহার করা যেতে পারে। এই মিসাইলকে অ্যাকটিভ র্যাডার টার্মিনাল গাইডেন্স এর সাথে যুক্ত করা হয়েছে।
ডিআরডিও (DRDO) মিসাইলকে মিরাজ ২০০০ (Mirage 2000), মিগ ২৯ (Mig 29), মিগ ২৯ কে (Mig 29 K), মিগ ২১ বাইসান (Mig 21 Bison), এলসিএ তেজস (Lca Tejas), শুখোই এসইউ ৩০ এমকেআই (Sukhoi SU 30 MKI) যুদ্ধ বিমানের সাথে লাগানোর জন্য বিকশিত করা হয়েছে। এই মিসাইলে উন্নত মানের ইন্ধন ব্যাবহার করা হয়েছে।