মোদীর কথাতেই পরমানু অস্ত্র ব্যবহার করেনি রাশিয়া। বড় বিপর্যয় এড়ানো গেছে। এমনই রিপোর্ট পেশ করল আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ। ভারতের বিদেশনীতি এবং মোদীর ভূয়সী প্রশংসা করে সিআইএ প্রধান বিল বার্নস বলেছেন, ‘পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য রাশিয়ানদের প্রভাবিত করেছিল এবং ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে একটি বিশ্বব্যাপী বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছিল’।
ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ভারত উভয় দেশকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে আসছে। ১৬ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন। প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন, যুদ্ধ পিছনে ফেলে এগিয়ে যাওয়ার একমাত্র উপায় আলোচনা এবং কূটনীতি। সেপ্টেম্বরে সমরখন্দে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার সাইডলাইনে দুই নেতার মধ্যে আলোচনা হয়।
সিআইএ প্রধান বলছেন, রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করছে এমন কোনও প্রমাণ নেই। তবে এই বিষয়ে পদক্ষেপকে আরও জোরদার করা ইউক্রেনকে ভয় দেখানোর পদ্ধতি হতে পারে। সিআইএ প্রধান বিল বার্নসের বিবৃতিটি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের বক্তব্যের পরে এসেছে। তিন ডিসেম্বর পুতিন বলেছিলেন যে এই সংঘাত দীর্ঘ হবে। তিনি পরমাণু যুদ্ধের ঝুঁকি বাড়ার বিষয়েও সতর্ক করেছেন।