পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমান্তে দেওয়া হবে কাঁটাতারের বেড়া। সেই জন্য জমিধিগ্রহণের কাজ শুরু করল সরকার। শনিবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ -মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি বৈঠক হয়। সেখানেই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সরকার।
মার্চের মধ্যে ৭০ কিলোমিটারের কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শেষ করার জন্য জমি অধিগ্রহণ করা হবে। সে জন্য জেলাগুলিকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।
গত শনিবারই পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা আন্তর্জাতিক সীমান্ত রক্ষা নিয়ে বিএসএফের পাশাপাশি রাজ্যগুলিরও যে সমান দায়িত্ব রয়েছে তা মনে করিয়ে দিয়েছেন তিনি। আর সেই বৈঠকের পরপরই জেলাগুলির তরফে জমি অধিগ্রহণ এর কাজের জন্য বিশেষ তৎপরতা শুরু করা হয়েছে বলেই সূত্রের খবর। প্রসঙ্গত আর্ন্তজাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে জমি অধিগ্রহণের কাজ মার্চের মধ্যেই শেষ করতে রাজ্যকে ইতিমধ্যেই জানিয়েছে কেন্দ্র।
গত সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা ভার্চুয়াল বৈঠক করে রাজ্যের মুখ্য সচিব এইচ কে দ্বিবেদীকেকে এই আর্জি জানান। ভারত-বাংলাদেশ সীমান্ত জুড়েই এই কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ হচ্ছে। ২৫৭ কিলোমিটার জুড়ে আর্ন্তজাতিক সীমান্তে ১৮৬ কিলোমিটার কাঁটা তারের বেড়া দেওয়ার জমি মিললেও ৭০ কিলোমিটারের কাজে এগোচ্ছে না জমি না পাওয়ায়। রাজ্যকে এই জমি অধিগ্রহণ করে দিতে হবে।