1/5এদিকে তাপমাত্রার গ্রাফ কিছুটা ঊর্ধ্বমুখী হলেও হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচ দিন উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কোথাও উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত আবহাওয়া একই রকম থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
2/5শুক্রবার ২৩ ডিসেম্বরের পরে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিপরীত ঘূর্ণাবর্ত৷ এই মুহূর্তে বাতাসে জলীয় বাষ্প রয়েছে। তবে ২৩ ডিসেম্বরে পরে দক্ষিণবঙ্গের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। এর জেরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে রাজ্যে।
3/5এদিকে দু’দিন আগে কলকাতায় তাপমাত্রা নেমে ১৩ ডিগ্রির ঘরে ছিল৷ এখন তা বেড়ে ১৭ ডিগ্রির কাছাকাছি চলে গিয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতার ক্ষেত্রে আগামী কয়েকদিন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে।
4/5এদিকে বাতাসের গতিবেগ কম হওয়ায় দুই বঙ্গে কুয়াশার দাপট থাকবে। আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের মালদা এবং দুই দিনাজপুরে আগামী দু’দিন ভোরের দিকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে হালকা কুয়াশা সম্ভাবনা থাকবে।
5/5মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৭ এবং ১৬ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। এর আগে সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি৷ সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক ২৬.৬ ডিগ্রি৷ এদিকে হাওয়া অফিসের আভাস, বড়দিনে জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা ক্ষীণ। ২৩ ডিসেম্বরের পর সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।