বাংলায় থাকলে বাংলা বলতে হবে। সম্প্রতি একাধিক সংগঠন এমন দাবি তুলেছে। এবার এই নিয়ে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিল পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশন। বাংলায় বসবাসকারী কোনও হিন্দি বা উর্দুভাষীকে জোর করে বাংলা বলালেই ব্যবস্থা নেওয়া হবে।
কমিশনের তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গে যারা উর্দু, হিন্দি, নেপালি, গুরুমুখী, ওড়িয়া, সাঁওতালি ভাষায় কথা বলেন তাঁরা ভাষাগতভাবে সংখ্য়ালঘুদের তালিকায়। তাঁদের ভাষাগতভাবে কোনও সমস্যা হলে মাইনরিটি কমিশনে অভিযোগ জানাতে পারেন। পশ্চিমবঙ্গ সংখ্য়ালঘু কমিশনের চেয়ারপার্সন তথা প্রাক্তন সাংসদ মুমতাজ সংঘমিত্রা এমনটাই জানিয়েছেন।
এদিকে এনিয়ে মতামত দিয়েছেন কমিশনের সচিব শাকিল আহমেদও। তাঁর মতে, ভারত ধর্মনিরপেক্ষ দেশ। নানা ভাষার মানুষ এখানে বাস করেন। গণতন্ত্রে নিরপেক্ষতার সবথেকে বড় অলঙ্কার সংখ্য়ালঘুরা। তাঁদের কোনওভাবেই কোণঠাসা করা যাবে না।
এর সঙ্গেই তিনি জানিয়েছেন, অনেক সময় সংখ্যালঘুদের নানাভাবে হেনস্থা করা হয়। কেউ হয়তো বাংলা জানেন না। তবু তাকে বাংলা বলতে বাধ্য করা হচ্ছে। এমন অভিযোগ এলে দ্রুত ব্য়বস্থা নেওয়া হবে।