তাওয়াং সেক্টরে চিনা অনুপ্রবেশ নিয়ে বিস্ফোরক রাহুল গান্ধী। তিনি বলেন, ‘চিনা সেনা ভারতীয় জওয়ানদের মারধর করেছে’। এহেন মন্তব্যের পরই রাহুলকে কাঠগড়ায় তুললেন বিজেপির মুখপাত্র গৌরব ভাটিয়া। তাঁর দাবি, রাহুলকে দল থেকে বহিষ্কার করুক কংগ্রেস।
রাজস্থানের জয়পুরে এক সাংবাদিক সম্মেলনে রাহুল দাবি করেন, ‘অরুণাচল সীমান্তে চিনের সেনা ভারতীয় সেনাকে মারধর করছে। জমি কেড়ে নিয়েছে। চিনের বিপদ এখন আর গোপন কোনও বিষয় নয়। কিন্তু সরকার দেখেও দেখছে না’। তাঁর অভিযোগ, ‘চিন ইস্যুতে মোদী সরকার যোগ্য তৎপরতা নিচ্ছে না। অনুপ্রবেশ নয়, বরং যুদ্ধের ছক কষছে চিন। যুদ্ধের জন্য তৈরি হচ্ছে ওরা। আর ভারত সরকার ঘুমোচ্ছে’ !
রাহুল গান্ধীর এহেন মন্তব্যেই চটেছে গেরুয়া শিবির। গৌরবের দাবি, যদি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ‘রিমোট নিয়ন্ত্রিত’ না হন, তাহলে অবশ্যই রাহুল গান্ধীকে এমন মন্তব্য করার জন্য দল থেকে বহিষ্কার করা উচিত। কেননা রাহুল ভারতকে খর্ব করেছন এবং সেনার আদর্শকে খাটো করে দেখিয়েছেন। পাশাপাশি তাঁর দাবি, যদি রাহুলের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করা হয় তাহলে প্রমাণিত হবে এই বক্তব্যকে কংগ্রেসও সমর্থন করে।
কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজিও কটাক্ষ করেছেন রাহুলকে। টুইটারে তাঁকে লিখতে দেখা গিয়েছে, ‘রাহুল গান্ধী কেবল ভারতীয় সেনাকে অপমানই করেননি। তিনি দেশেব ভাবমূর্তিরই ক্ষতি করছেন। তিনি কেবল কংগ্রেস দলটির সমস্যাই নন। গোটা দেশের কাছেই এক অস্বস্তি হয়ে উঠছেন। আমাদের সেনার জন্য আমরা গর্বিত।’