প্রধানমন্ত্রী আবাস যোজনাকে কেন্দ্র করে কড়াকড়ির ব্যাপারে কেন্দ্রীয় ও রাজ্য সরকার দুই সক্রিয়। বিভিন্ন বিষয়ে একদিকে কেন্দ্রীয় সরকার যেমন কড়া পদক্ষেপ নিচ্ছে। তেমনই সম্প্রতি রাজ্য সরকারও প্রকাশ করল প্রধানমন্ত্রী আবাস যোজনা উপভোক্তাকারীদের তালিকা।
সম্প্রতি প্রকাশিত খবর অনুযায়ী, এই তালিকা থেকে বাদ পড়েছে বহু মানুষের নাম। নয়া তালিকা অনুযায়ী বাদ যাওয়া উপভোক্তাদের সংখ্যা প্রায় ১০ লক্ষ। মূলত, জব কার্ড ডুপ্লিকেশনের জন্যই এমনটা ঘটেছে বলে জানা গেছে। একইসঙ্গে উপভোক্তারা যাতে পরবর্তীকালে সরকারের সিদ্ধান্তে কোনো রকমের প্রশ্ন না তুলতে পারে, সেজন্য বাদ যাওয়া উপভোক্তাদের নাম-পরিচয় সংক্রান্ত সমস্ত নথি সংগ্রহ করে রাখা হয়েছে।
বেশ কিছু জেলা রয়েছে, যেগুলো থেকে বেশি পরিমাণে উপভোক্তারা বাদ পড়েছেন। এই বাদ পড়ে যাওয়ার তালিকায় সবচেয়ে আগে রয়েছে দুই দিনাজপুর ও দুই মেদিনীপুর জেলা। রাজ্য সরকার উপভোক্তাদের অ্যাকাউন্টে মূলত ৩১শে ডিসেম্বরের মধ্যে টাকা পাঠিয়ে দিতে চাইছে। আর সেই মর্মেই তড়িঘড়ি পেশ করা হয়েছে বাদ পড়ে যাওয়া উপভোক্তাদের তালিকা।