প্রাচীন ভারতের জ্ঞানচর্চা কেন উচ্চশিক্ষার পাঠক্রমের অংশ হবে না? এই নিয়ে দেশ জুড়ে জোর বিতর্ক চলছে। এই বিতর্কের মধ্যেই ইন্ডিয়ান নলেজ সিস্টেম (আইকেএস) নিয়ে খসড়া প্রকাশ করল ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। তাতে ঠাঁই পেয়েছে বৈদিক যুগের গণিতশাস্ত্র থেকে জোতির্বিদ্যা। এবার এই নিয়ে নতুন করে বিতর্ক বাঁধল।
খসড়া নির্দেশিকায় জানানো হয়, ভারতের ঐতিহ্যকে চর্চায় ফিরিয়ে আনতেই এই প্রচেষ্টা। নির্দেশিকার শুরুতেই চেয়ারম্যান জগদীশ কুমার জানিয়েছেন, ভারতের সাহিত্য, গণিতশাস্ত্র, স্থাপত্যবিদ্যা ইত্যাদি বেশ প্রাচীন। গত শতাব্দীতেই এগুলির চর্চা বন্ধ হয়ে যায়। তাই এগুলির চর্চা আবার শুরু করতে হবে। আধুনিক বিষয়ের সঙ্গে প্রাচীন শাস্ত্র পড়ানোর পিছনে মূলত এটাই উদ্দেশ্য মঞ্জুরি কমিশনের।
পড়ুয়াদের পড়ানোর আগে শিক্ষক-শিক্ষিকাদেরও রিফ্রেশার ও ইনডাকশন কোর্স করতে হবে। তাতে আধুনিক অঙ্কের সঙ্গেই কষতে হবে বৈদিক যুগের অঙ্ক। পাশাপাশি বৈদিক যুগের শুল্কসূত্রও থাকবে কোর্সে। জৈব রসায়ন যাদের বিষয়, তাঁদের শিখতে হবে আয়ুর্বেদের বিভিন্ন অংশ। নতুন যে শিক্ষকদের ইউজিসি নিয়োগ করছে তাঁদের জন্য কেরিয়ার অ্যাডভান্সমেন্ট কোর্স করানো হবে। আর যাঁরা ইতিমধ্যেই ইউজিসির শিক্ষক, তাঁদের জন্য থাকছে এই রিফ্রেশার কোর্সটি। প্রতিটি শিক্ষককেই বাধ্যতামূলকভাবে ইনডাকশন কোর্স করতে হবে। পাশাপাশি, নির্দিষ্ট সময় অন্তর করতে হবে রিফ্রেশার কোর্সটি।