এক বিজেপি নেতার বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর থানার রাজ্যধরপুর জিপির সিমলা কালীতলার উত্তর মন্ডলপাড়া এলাকায়। বিজেপির ওই নেতার নাম প্রবীর বৈদ্য। তিনি এসসি মোর্চার মণ্ডল সভাপতি। এই ঘটনাকে কেন্দ্ৰ করে ব্যাপক চাপানউতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন রাত ১২টা নাগাদ বাড়ির সদস্যরা ঘুমিয়ে পড়ার পর এই আগুন লাগার ঘটনাটি ঘটেছে। বিজেপি নেতা প্রবীর বৈদ্যর অভিযোগ, জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। এই ঘটনার জেরেই তাঁর বাড়িতে আগুন লাগানো হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় শ্রীরামপুর থানার পুলিশ। একই সঙ্গে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে বাড়ির একাংশ আগুনে পুড়ে গিয়েছে বলে অভিযোগ। যদিও বিজেপি নেতার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল।
এই প্রসঙ্গে তৃণমূল নেতা আনসার মল্লিক সাংবাদিকদের বলেন, এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। তৃণমূল হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তৃণমূলকে বদনাম করার জন্য চক্রান্ত চলছে।
বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি মোহন আদক বলেন, সামনেই পঞ্চায়েত নির্বাচন। তৃণমূলের পায়ের তলার মাটি নেই। পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল রাজ্যজুড়ে ভয়ের বাতানরণ সৃষ্টি করতে চাইছে। তাই তারা আমাদের কর্মীকে ধমকাচ্ছে, গুন্ডা পাঠাচ্ছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।পুলিশ জানিয়েছে, গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এদিন সন্ধে পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।