এবার স্বাস্থ্য দফতরে নিয়োগে অনিয়মের অভিযোগ উঠল। প্রায় ১১ হাজার ৫২১টি পদে অস্থায়ী নিয়োগে দুর্নীতি হয়েছে বলে দাবি।
একটি কমিটি এই নিয়োগ করেছে। সরকারের পোষিত সেই কমিটিকেই এবার বাতিল করে দিল আদালত। দু’ সপ্তাহের মধ্যে নতুন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
এই কমিটিই নিয়োগের মনোনয়নের দায়িত্বে। আর সেই কমিটিতে শাসকদলের প্রতিনিধিদের রমরমা। কে নেই তাতে! জ্যোতিপ্রিয় মল্লিক, গৌতম দেব, অখিল গিরি, শান্তা ছেত্রী, শেখ সুফিয়ান, মলয় ঘটক প্রমুখ। সেই কমিটি কতটা নিরপেক্ষাভাবে নিয়োগে সহায়তা করবে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মামলাকারী। আর সেই মামলাতে বড় পদক্ষেপ নিল আদালত।
রাজ্য সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্য মিশনের ডিরেক্টরকে এব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের পরামর্শ কমিটির চেয়ারম্যান হিসাবে এমন কোনও ব্যক্তিকে রাখা দরকার যাঁর নিরপেক্ষতা রয়েছে। অর্থাৎ অরাজনৈতিক ব্যক্তিকে ওই কমিটির মাথায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।