পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। হাই কোর্টের অনুমতি লাগবে। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ।
কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা বলয়ে পঞ্চায়েত ভোট চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলার শুনানিতেই এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলেছে, আগামী ৯ জানুয়ারি পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ভোট সংক্রান্ত কোনও ধরনের বিজ্ঞপ্তি জারি করতে পারবে না।
আদালতের নির্দেশ, আগামী ৯ জানুয়ারির মধ্যে গ্রামবাংলার ভোট সংক্রান্ত নিরাপত্তা বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনকে হলফনামা দিতে হবে। সেই হলফনামা দেওয়ার পর মামলাকারী শুভেন্দু অধিকারী পৃথক একটি হলফনামা দেবেন। তারপর হবে এই মামলার শুনানি।
আদালতের নির্দেশের পরে স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে, সময়ে পঞ্চায়েত ভোট হবে তো? নির্ধারিত সময়ে পঞ্চায়েত ভোট হলে তা এপ্রিল-মে মাসে হওয়ার কথা। এ-ও কৌতূহল তৈরি হয়েছে, হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার বা নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে যায় কিনা।