কিছুদিন ধরে বিজেপি শিবিরের দুই শীর্ষস্থানীয় নেতা দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারীর মধ্যে রাজনৈতিক তরজা বাড়তে দেখা যায়। পদ্ম শিবিরের এই দুই নেতার মন্তব্যে বাড়ছিল রাজনৈতিক তরজা। এবার এই ইস্যুতেই মিডিয়াকে দুষতে দেখা গেল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে।
চলতি সপ্তাহে শুক্রবারে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষের মন্তব্য, “কোনও তরজাই নেই। একই পার্টি, আর একই আদর্শ। আপনারা (মিডিয়া) আপনাদের প্রয়োজন মতো এই তরজা বাড়ান কমান। আমরা একই পার্টি। একই আদর্শ। নিজের কথা যে যার নিজের মতো বলেন। এটাই গণতন্ত্র। যা বিজেপি দলে আছে। বোধোদয় না। এটাই বাস্তব।”
উল্লেখ্য, এর আগে দিলীপ ঘোষকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, “আমি রাজনীতিতে গিমিকে বিশ্বাস করি না। মর্নিং ওয়াকে গিয়ে মিডিয়াতে স্টেটমেন্ট করা আমার অভ্যাস নয়। এর পাল্টা জবাবে দিলীপ ঘোষ বলেছিলেন, “আরে মর্নিং ওয়াক করতে দম লাগে। সকাল সকাল উঠতে হয়”। তারপরে আবার প্রতিক্রিয়া দেন শুভেন্দুর অধিকারী। তবে, এবার, তিনি সুর নরম করে দিলীপ ঘোষকে কেন্দ্র করে তিনি বলেন, “নন্দীগ্রামে আমাকে জেতানোর পিছনে দিলীপদার পূর্ণ সহযোগিতা ছিল। উনি আমার দলের নেতা। আমার নেতা। আমি আজ পর্যন্ত যা মন্তব্য করেছি, সবই তৃণমূল প্রাইভেট কোম্পানির চাকর বাকরদের বিরুদ্ধে। আমার দলের কোনও নেতার বিরুদ্ধে কখনও কোনও কথা বলিনি৷ সবটাই মিডিয়ার সাজানো”।