তালিবানের সঙ্গে আরএসএসের তুলনা, জাভেদ আখতারকে সমন পাঠাল মুম্বইয়ের আদালত

তালিবানের সঙ্গে আরএসএসের তুলনা করেছিলেন বর্ষীয়াণ গীতিকার জাভেদ আখতার। সেই মন্তব্যের জেরে এবার তাঁকে সমন পাঠাল মুম্বইয়ের মুলুন্দ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট।

জাভেদ বলেছিলেন, ‘তালিবান বর্বর। তাদের কার্যকলাপ নিন্দনীয়। কিন্তু যারা আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ কিংবা বজরং দলকে সমর্থন করে, তারাও একইরকম বর্বর’। এই মন্তব্যের প্রেক্ষিতেই গীতিকারকে সমন পাঠানো হয়েছে বলে জানা গেছে।

জাভেদ আখতারের বিরুদ্ধে আইনজীবী সন্তোষ দুবে মামলা করেন। তাঁর অভিযোগ, চিন্তাধারা, আদর্শ, দর্শন, ভাবনা কিংবা কাজের পদ্ধতিতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং তালিবানের কোনও মিল নেই একথা জাভেদ আখতার খুব ভালভাবেই জানেন। তা সত্ত্বেও সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এবং তাঁর মতো একনিষ্ঠ কর্মীদের অপমান করার জন্য এমন মন্তব্য তিনি করেছেন।

দুবের দাবি, সমাজে জাভেদ আখতারের মতো ব্যক্তিত্বের গুরুত্ব আছে। তাঁর মন্তব্য সমাজ জীবনে প্রভাব ফেলে। বলিউডের গীতিকারের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তিনি। শাস্তিরও দাবি করেছেন। এই মামলার ভিত্তিতে জাভেদ আখতারকে সমন পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.