লাইসেন্সপ্রাপ্ত বন্দুক ও রিভলভার বাজেয়াপ্ত করতে রাজ্যকে নির্দেশ দিল নির্বাচন কমিশন। এমনিতে ভোটপর্ব শুরু হওয়ার পর কমিশনের নির্দেশে অপ্রীতিকর ঘটনা এড়াতে লাইসেন্স প্রাপ্ত অস্ত্র বাজেয়াপ্ত করে পুলিশ। কিন্তুু বর্তমান পরিস্থির কথা মাথায় রেখে আসন্ন লোকসভা ভোটের আগেই রাজ্যজুড়ে লাইসেন্স প্রাপ্ত অস্ত্র বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে কমিশন। জেলার পুলিশ সুপারদের নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে সমস্ত লাইসেন্স যুক্ত অস্ত্রগুলি স্থানীয় থানায় বাজেয়াপ্ত করার জন্য।
শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ইতিমধ্যেই জেলার প্রায় ৮০% লাইসেন্সধারী অস্ত্র নিজেদের হেফাজতে নিয়েছে। কমিশনের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারীক সৃঞ্জয় বসু বলেন, কমিশন এব্যাপারে তার নিজস্ব গাইডলাইন দিয়ে দিয়েছে। আগামী সপ্তাহের মধ্যে সমস্ত থানাকে অস্ত্র হেফাজতে নেওয়ার কথা বলা হয়েছে বলেও জানান তিনি। তাছাড়া কমিশনের কাছেও রাজ্যে মজুদ লাইসেন্স প্রাপ্ত অস্ত্রের হিসেব রয়েছে। চলতি সপ্তাহের শেষে কমিশন রাজ্যর কাছ থেকে রিপোর্ট তলব করবে। এরপরই বাজেয়াপ্ত অস্ত্রের সঙ্গে সেই তালিকা মিলিয়ে দেখবে কমিশন।