পাকিস্তানের বিদেশমন্ত্রীর মন্তব্যকে ‘অসভ্য’ বলে পালটা দিল ভারত। সেইসঙ্গে কড়া ভাষায় নয়াদিল্লির তরফে কড়া ভাষায় জানানো হয়েছে, হতাশার কারণেই বিলাওয়াল ভুট্টো জারদারি এরকম মন্তব্য করেছেন। ওরকম মন্তব্যের পরিবর্তে জঙ্গি সংগঠনের মাস্টারমাইন্ডদের দিকে নজর দেওয়া উচিত বিলাওয়ালের।
ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘এটা চূড়ান্ত নিম্নরুচি। পাকিস্তানের ক্ষেত্রেও (সেটা নিম্নরুচির)। ১৯৭১ সালের আজকের দিনটা নিশ্চয়ই ভুলে গিয়েছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। বাঙালি এবং হিন্দুদের উপর পাকিস্তানি শাসকরা যে গণহত্যা চালিয়েছিল, সেটার প্রত্যক্ষ ফলাফল। দুর্ভাগ্যজনকভাবে সংখ্যালঘুদের সঙ্গে কীভাবে আচরণ করতে হবে, তা নিয়ে পাকিস্তানের অবস্থানের খুব একটা পরিবর্তন হয়নি। গণতন্ত্রের পীঠস্থানের উদ্দেশ্যে এরকম অভিযোগ চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে কোনও বিশ্বাসযোগ্যতা নেই।’