নাইজেরিয়ায় দুই জেহাদি সংগঠনের মধ্যে দেখা গেল সংঘর্ষ। এই সংঘর্ষের জেরে ৩৩ জন মহিলা নিহত হয়েছে বলে জানা গেছে। এদের প্রত্যেকেই আইএসআইএস জেহাদিদের স্ত্রী বলে জানা গেছে। এক জেহাদি গোষ্ঠীর নেতার প্রতিশোধ নিতেই উক্ত গোষ্ঠী অপর গোষ্ঠীর অপর হামলা চালায় বলে জানা গেছে।
নাইজেরিয়ায় হত্যালীলাটি ঘটেছে মৌলবাদী সংগঠন আইসিস ও বোকো হারামের মধ্যে। কিছুদিন আগে হওয়া এক সংঘর্ষে খুন হয় বোকো হারামের কমাণ্ডার মালাম আবুবকর। এছাড়াও, এই সংঘর্ষে নিহত হয় কমপক্ষে আরও ১২ জেহাদিও। সেই সংঘর্ষেরই প্রতিশোধ নিতে পাল্টা হামলার ফল সাম্প্রতিক সংঘর্ষ।
ঘটনার সূত্রপাত এক এলাকা কেন্দ্রীক বিবাদকে কেন্দ্র করে। দুই সংগঠনই মূলত ইসলামিক শাসন প্রতিষ্ঠা করতে চাইলেও নীতিগত পার্থক্যের কারণে দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বিদ্যমান। এই অবস্থায় জমি কেন্দ্রীক বিবাদ শুরু হলে বোকো হারামের কমাণ্ডার খুন হয়। সেই খুনেরই প্রতিশোধ নিতে নাইজেরিয়ার উগ্রপন্থী সংগঠন বোকো হারাম পাল্টা হামলা করে ৩৩ জন আইএসআইএস জঙ্গিদের স্ত্রীদের খুন করে।