টিপু সুলতানের সময়ের মন্দিরে শত শত বছর ধরে প্রচলিত সালাম আরতি, সালাম মঙ্গল আরতি এবং দেবতিগে সালামের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিল কর্ণাটকের বিজেপি সরকার। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এই প্রথাগুলির স্থানীয় নাম অনুসারে নতুন নামকরণ করা হবে।
কর্ণাটক সরকারের মন্ত্রী শশিকলা জোলে জানিয়েছেন যে সরকার টিপু সুলতানের মন্দিরগুলির ‘সালাম আরতি’, ‘দেবতিগে সালাম’ এবং ‘সালাম মঙ্গল আরতি’ নামগুলি স্থানীয় নামে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই প্রথা বন্ধ করা হবে না বলে সাফ জানিয়ে দেন মন্ত্রী।
মন্ত্রী শশীকলা জোলে জানান, সিদ্ধান্ত হয়েছে যে এখন দিবাতিগে সালামের নাম হবে দিবাতিগে নমস্কার, সালাম আরতির নাম হবে আরতি নমস্কার এবং সালাম মঙ্গল আরতির নাম হবে মঙ্গল আরতি। বিভাগের সিনিয়র পুরোহিতদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত। এ বিষয়ে একটি সার্কুলারও জারি করা হবে বলে জানানো হয়েছে।
শশীকলা জোলে আরও বলেন, কর্ণাটকের রাজ্য ধর্মীয় পরিষদের বৈঠকে কিছু সদস্য এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তাঁরা জানিয়েছিলেন যে কিছু ভক্ত এই আরতিগুলির নাম পরিবর্তন করার দাবি করেছেন। এই নিয়ে বৈঠকে ব্যাপক আলোচনা হয়।