সংক্ষেপে
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধে খেলতে নামল পর্তুগাল। রোনাল্ডোকে প্রথম একাদশের বাইরে রাখা হয়েছে। প্রি-কোয়ার্টার ফাইনালে প্রথম একাদশে যাঁরা খেলেছিলেন, তাঁদেরই নামিয়েছেন কোচ।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ২০:৪৫
১৫ মিনিট
সেট পিস থেকে ফায়দা তোলার চেষ্টা করছে পর্তুগাল। ১২ মিনিটের মাথায় ব্রুনোর আরও একটি ফ্রিকিক থেকে গোল করার জায়গায় চলে গিয়েছিল পর্তুগাল। রাফায়েলের শট আটকে যায় মরক্কোর ডিফেন্ডারের গায়ে। প্রথম ১৫ মিনিটে দু’বার প্রতি আক্রমণে ওঠা ছাড়া বিশেষ কিছু করতে পারেনি মরক্কো।
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ২০:৩৭
৫ মিনিট
প্রথম থেকেই আক্রমণ পর্তুগালের। দুই প্রান্ত ব্যবহার করে বক্সে ক্রস করার চেষ্টা করছে তারা। ৪ মিনিটের মাথায় ব্রুনো ফের্নান্দেসের ফ্রিকিক থেকে দুরন্ত হেড করেন জোয়াও ফেলিক্স। তাঁর হেড বাঁচিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো।
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ২০:২৬
পর্তুগালের প্রথম একাদশ
দিয়োগো কোস্তা, দিয়োগো দালত, পেপে, রুবেন দিয়াস, রাফায়েল গুয়েরেরো, বের্নান্দো সিলভা, রুবেন নেভেস, ওটাভিয়ো, ব্রুনো ফের্নান্দেস, জোয়াও ফেলিক্স, গনসালো রামোস
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ ২০:২৬
প্রথম একাদশে নেই রোনাল্ডো
কোয়ার্টার ফাইনালেও প্রথম একাদশে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে রাখেননি পর্তুগালের কোচ ফের্নান্দো স্যান্টোস।