1/5রুদ্ধশ্বাস ম্যাচ। যে ম্যাচের পরতে পরতে ছিল নাটক। এমনই উত্তেজনার ম্যাচে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল মেসির আর্জেন্তিনা।
2/5কোয়ার্টার ফাইনালের ম্যাচে প্রথমার্ধেই ১-০ করে ফেলে আর্জেন্তিনা। দ্বিতীয়ার্ধে তারা ২-০ এগিয়ে যায়। সকলে যখন ধরেই নিয়েছে আর্জেন্তিনার চাপহীন ভাবেই সেমিতে উঠছে, ঠিক তখনই ম্যাচের রং বদলাতে শুরু করে। ৮০ মিনিটের পর ব্য়বধান কমায় নেদারল্যান্ডস। আর ইনজুরি টাইমে ম্যাচ শেষ হওয়ার ১০ সেকেন্ড আগে সমতা ফেরায় তারা। এর পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
3/5অতিরিক্ত সময়েও ম্যাচের ফল অমীমাংসিত ছিল। টাইব্রেকারে ম্যাচ গেলে বাজিমাত করে আর্জেন্তিনা। তাদের কিপার মার্টিনেজ নেদারল্যান্ডসের প্রথম ২টি পেনাল্টি বাঁচিয়ে দিয়েই, আর্জেন্তিনার সেমির পথ প্রশস্ত করেন। সেমিফাইনালে আর্জেন্তিনা মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার।
4/5ক্রোয়েশিয়া আবার ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে ওঠে। প্রি-কোয়ার্টারে জাপান ম্যাচের পর, কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে রুখে ষোলকলা পূরণ করেন তিনি।
5/5আর্জেন্তিনার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ ১৪ ডিসেম্বর খেলতে নামবে ক্রোয়েশিয়া। ম্যাচটি ভারতীয় সময়ে ১৪ ডিসেম্বর ১২টা ৩০ মিনিট হবে।