অবশেষে বিলুপ্ত হল ইরানের ‘নীতি পুলিশ’ ব্যবস্থা। মাহাসা আমিনির মৃত্যুর পরে প্রায় দুই মাস ধরে উত্তাল হল পুরো ইরান। প্রায় ৩০০ জনের রক্তে মাখা হয়ে অবশেষে মুক্তির আকাশ দেখ ইরানের মানুষেরা।
পুরো হিজাব বিরোধী বিদ্রোহ চলতি সেপ্টেম্বরে ১৩ তারিখের ঘটনাকে কেন্দ্র করে। ওইদিন মাহাসা আমিনিকে ‘সঠিকভাবে’ হিজাব মা পরার অপরাধে গ্রেফতার করে ‘নীতি পুলিশ’। এই ঘটনারই তিনদিনের মাথায় মারা যায় ২২ বছরের মাহাসা আমিনি। আর এরপরেই বিদ্রোহের আগুনে জ্বলতে থাকে ইরান।
রাস্তায় নেমে পড়ে চোখে বিদ্রোহের আগুন থাকা বিক্ষুদ্ধ জনতা। কখনও বিক্ষোভ প্রদর্শিত হয় রাস্তায়, আবার কখনও বিক্ষোভ প্রদর্শিত হয় সোশ্যাল মিডিয়ায়। ইরান সরকার এই বিদ্রোহ রুখতে প্রয়োগ করে দমন পীড়ন নীতি। কিন্তু, শেষ পর্যন্ত গত রবিবারে ‘নীতি পুলিশ’ব্যবস্থা অবলুপ্ত করতে বাধ্য হয়। ইরানের অ্যাটর্নী জেনারেল মহম্মদ জাফর ঘোষণা করেন যে, নীতি পুলিশ ও বিচার বিভাগ একে অপরের সঙ্গে জড়িত নয়। তাই, এটি অবলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হল।