পাকিস্তানে ফের আক্রান্ত সংখ্যালঘুরা, গুরুদ্বারাকে মসজিদ দাবি করে তালা ঝুলিয়ে দিল মুসলিমরা

পাকিস্তানে ফের সংখ্যালঘুদের উপর আক্রমণ। এবার লাহোরের বিখ্যাত শহিদ গঞ্জ ভাই তরু সিং গুরুদ্বারা বন্ধ করে দিল মুসলিমরা। গুরুদ্বারার দরজায় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় মুসলিমদের দাবি, এটা মসজিদ। এখানে নমাজ পড়া হবে।

এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় শিখ সম্প্রদায়। পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত। তবে এটাই প্রথম নয়। এর আগেও একটি ঐতিহাসিক গুরুদ্বারাকে মসজিদ বলে দাবি করে মুসলিম সংগঠনগুলি। এর বিরুদ্ধে প্রতিবাদ জানায় ভারতও।

বহু দিন ধরেই লাহোরে অবস্থিত এই গুরুদ্বারা ঘিরে বিতর্ক তৈরি হচ্ছিল। এখানে প্রত্যেক দিনই গ্রন্থসাহেব পাঠ করা হয়। হাজার হাজার শিখ ধর্ম সম্প্রদায়ের মানুষ সরাসরি যুক্ত ছিলেন এই গুরুদ্বারের সঙ্গে। কিন্তু সেই গুরুদ্বারাকেই বন্ধ করে দেওয়ায় ভয়ঙ্কর অসন্তোষ দেখা দিয়েছে সমগ্র শিখ সমাজ জুড়ে।

কট্টরপন্থী মুসলিম সংগঠনের দাবি এই জায়গায় আদতে মুঘল রাজপুত্র তথা ঔরঙ্গজেবের বড় দাদা দারাশিকোর প্রাসাদ ছিল। নিজের ছোট ভাইয়ের হাতে নিহত হওয়ার আগে দারাশিকো লাহোরের শাসক ছিলেন।

অপর দিকে শিখ সম্প্রদায়ের দাবি, লাহোরের মুঘল শাসক মীর মন্নুর আদেশে হাজার হাজার নিরপরাধ নারী, পুরুষ ও শিশুর গণহত্যা করা হয়। শিখ সম্প্রদায়ের দাবি, দেওয়ান কোরা মল লাহোরে এই গুরুদ্বারাটি তৈরি করেন। কিন্তু মুসলিম পক্ষের অভিযোগ গায়ের জোরে শিখ সম্প্রদায় এই মসজিদ দখল করে গুরুদ্বারা বানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.