শিয়ালদা দুর্ঘটনায় চাকরি হারালেন কারশেডগামী ট্রেনের চালক, অন্যদের সাবধান করল রেল

শিয়ালদা স্টেশনে ২টি ট্রেনের সংঘর্ষের ঘটনায় কারশেডগামী ট্রেনের চালক চাকরি হারালেন। শুক্রবার DRM অফিস থেকে এখবর জানা গিয়েছে। আগেই তাঁকে সাসপেন্ড করেছিল রেল। তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় কারশেড মোটরম্যান অভিজিৎ কুমার প্রভাকরকে চাকরি থেকে বরখাস্ত করেছেন আধিকারিকরা। পেনশন বা অন্যান্য অবসরকালীন সুযোগ সুবিধা কিছুই পাবেন না তিনি।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘কারও চাকরি চলে যাওয়ায় আমরা কেউ খুশি নই। কিন্তু উনি যে গাফিলতি করেছেন তা প্রাণঘাতী হতে পারত। ওনার জন্য রেলের আর্থিক ক্ষতি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগের শিকার হয়েছেন কয়েক লক্ষ যাত্রী। এটা একটা মারাত্মক গাফিলতি।’

তিনি আরও জানিয়েছেন, ‘কারশেডগামী রেকের মোটরম্যান লাল সিগনাল উপেক্ষা করে এগিয়েছিলেন। রেলের আইনে এই অপরাধে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ রয়েছে। এক্ষেত্রেও তাই করা হয়েছে।’

একলব্যবাবু জানান, ‘সিগন্যাল মেনে চলায় চালক ও সহকারী চালকদের মনোযোগী করতে প্রতি বছর রেল অসংখ্য কর্মশালার আয়োজন করে। তার পরেও এই গাফিলতি গ্রহণযোগ্য নয়।’

সূত্রের খবর, তাড়াহুড়ো করতে গিয়েই সেদিন বিপদ বাঁধিয়েছিলেন কারশেডগামী রেকের মোটরম্যান। ফাউলিং মার্ক পেরিয়ে ট্রেন নিয়ে নিয়েগিয়েছিলেন তিনি। যার ফলে ২টি ট্রেনের পাশাপাশি সংঘর্ষ হয়। তদন্তে উঠে এসেছে, বাড়ি যাওয়ার তাড়া থেকেই এই কাজ করেছেন তিনি। এমনই জানিয়েছেন চাকরি থেকে বরখাস্ত হওয়া মোটরম্যান।

এই ঘটনার পর শিয়ালদা শাখার মোটরম্যানদের সিগন্যাল মেনে চলার ক্ষেত্রে আরও সতর্ক হতে বলা হয়েছে। সঙ্গে চালকদের মোবাইল ফোন ব্যবহারে যে নিষেধাজ্ঞা রয়েছে তা ফের স্মরণ করানো হয়েছে তাঁদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.