গুজরাটে কংগ্রেস ও আম আদমি পার্টিকে অনেকটাই পিছনে ফেলে এগিয়ে গিয়েছে বিজেপি। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি এগিয়ে রয়েছে ১২৩টি আসনে, কংগ্রেস ২২টি আসনে ও আম আদমি পার্টি ১০টি আসনে এগিয়ে রয়েছে। প্রাথমিক প্রবণতা অনুযায়ী, ৯২টি আসনের গণ্ডি অতিক্রম করেছে বিজেপি। ইতিমধ্যেই আনন্দে মেতে উঠেছে বিজেপি শিবির।
গুজরাটে এবার ভোটগ্রহণ হয়েছে দুই দফায়, মোট ১৮২টি আসনের মধ্যে জিততে প্রয়োজন ৯২। ইতিমধ্যেই সেই সংখ্যা অতিক্রম করেছে বিজেপি। ১৯৯৮ সাল থেকে টানা গুজরাটে ক্ষমতায় রয়েছে বিজেপি। তার আগে অবশ্য ১৯৯৫ সালে ক্ষমতায় এসেছিল গেরুয়া শিবির। কিন্তু সরকার টিকিয়ে রাখতে পারেনি। এ বারের গুজরাট বিধানসভা ভোটে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল কংগ্রেস এবং আম আদমি পার্টি। লড়াই হয়েছে ত্রিমুখী।