কলকাতার তাপমাত্রা নীচের দিকেই। উত্তরবঙ্গের পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বাড়ছে ঠান্ডার প্রভাব। কড়া ঠান্ডা পড়েছে কয়েকটি জেলায়। শীতের শিরশিরানিতে কাঁপছে শহরতলি থেকে গ্রাম, বৃহস্পতিবার সকালে জম্পেশ ঠাণ্ডা অনুভূত হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। হিমেল হাওয়ায় ঠাণ্ডার দাপট একটু বেশিই ছিল।
বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ছিল নীচের দিকেই, এদিন তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল থেকেই আংশিক মেঘলা ছিল কলকাতা ও সংলগ্ন জেলাগুলি। সকাল ৯টা পর্যন্ত সেভাবে রোদের দেখা মেলেনি, আর তাই ঠাণ্ডাও একটু বেশি অনুভূত হয়েছে।