মঙ্গলবার মাঠে খেলতে গিয়ে ৪০০ ফুট গভীর কুয়োয় পড়ে যায় ৮ বছর বয়সি এক শিশু। মধ্যপ্রদেশের বেতুল জেলার মান্ডবি গ্রামের ঘটনা। শিশুটির নাম তন্ময় দিয়াওয়ার। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। আঠনের থানার পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ গ্রামের একটি মাঠে খেলতে গিয়েছিল তন্ময়।
মাঠের মধ্যেই ৪০০ ফুট গভীর একটি কুয়ো খনন করা হচ্ছিল। খেলতে গিয়ে ওই সদ্য খোঁড়া কুয়োর মধ্যে পড়ে যায় সে। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছন উদ্ধারকর্মীরাও। মাটি খোঁড়ার মেশিনও নিয়ে আসা হয়।
পুলিশ সূত্রে খবর, কূপের ৬০ ফুট গভীরে আটকে ছিল তন্ময়। মাটি খুঁড়ে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর অক্সিজেন দিতে হয় শিশুটিকে। পুলিশ জানিয়েছে, আপাতত সুস্থ রয়েছে তন্ময়।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান শিশুটিকে উদ্ধারের অপারেশনের বিষয়ে মিনিটে মিনিট খবর নিচ্ছেন বলে জানা গেছে।