ইমরান বলেছিলেন হাতে বন্দুক তুলে নাও। কিন্তু তাকে পাল্টা শুনতে হল “কাশ্মীর বানেগা হিন্দুস্তান”। পাক অধিকৃত কাশ্মীরের মুজাফফরাবাদ সভা করতে গিয়ে এই স্লোগানে শুনতে হল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে। সেখানে গিয়েছিলেন তিনি কাশ্মীর নিয়ে সহানুভূতি আদায়ের উদ্দেশ্যে। কিন্তু সেখানে গিয়ে শুনতে হলো “গো নিয়াজি গো”, “কাশ্মীর বানেগা হিন্দুস্তান”।
জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা অবলুপ্তির সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না কোনভাবেই ইমরান খান। কখনো জঙ্গি অনুপ্রবেশ, কখনো আন্তর্জাতিক স্তরে নানাভাবে চাপ সৃষ্টি করলেও লাভ কিছুতেই হয়নি। বরং আন্তর্জাতিক স্তরে মুখ পুড়েছে ইমরান সরকারের।তাই শেষ পর্যন্ত পাক অধিকৃত কাশ্মীরের সভা করে হাতে বন্দুক তুলে নেওয়ার বার্তা দেন ইমরান।
পাক অধিকৃত কাশ্মীরে মুজাফফরাবাদে সভা করার সময় যখন উস্কানি দিচ্ছেন ইমরান বন্দুক তুলে নেওয়ার, তখনই সেখানকার জনতা তাকে পাল্টা স্লোগান দিয়েছেন “কাশ্মীর বানেগা হিন্দুস্তান” ও “গো নিয়াজি গো ব্যাক”।
পাক প্রধানমন্ত্রীর এই বেকায়দায় পড়ার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। নেটিজেনরা অনেকেই বলেছেন এবার পাক অধিকৃত কাশ্মীর হাতছাড়া হবে ইমরানের।
দীর্ঘদিন ধরেই পাকিস্তানের বিরুদ্ধে পাক অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠে আসছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আগেই স্পষ্ট করে দিয়েছেন পাকিস্তানের সঙ্গে কাশ্মীর নিয়ে আর কোনো আলোচনা হবে না। এবার শুধু কথা হবে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে।পাক অধিকৃত কাশ্মীরের মানুষের অবস্থা অত্যন্ত বেহাল। সচ্ছল জীবনধারণের সুযোগটুকু নেই সেখানে।