দিনের শেষে দেখবেন ১৮০ ওয়ার্ড জিতেছে আপ: সৌরভ ভরদ্বাজ
প্রাথমিক প্রবণতা বলছে, দিল্লি নগরনিগমের ভোটে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। যদিও তা মানতে চান না আপ বিধায়ক সৌরভ ভরদ্বাজ। তিনি বলেন, ‘‘আমার হিসাব যা বলছে, ১৮০টিরও বেশি ওয়ার্ডে জিততে চলেছেন আপ প্রার্থীরা। দিনের শেষে দেখুন ফল কী দাঁড়ায়।’’
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ০৮:৫০
১০০-এর বেশি আসনে এগিয়ে আপ প্রার্থীরা, পিছিয়ে বিজেপি
গণনার প্রাথমিক পর্যায়ে,
আপ— ১২৩
বিজেপি— ১০৫
কংগ্রেস— ৩
ওয়ার্ডে এগিয়ে রয়েছে।
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ০৮:৪০
একশোর কাছে আপ, অনেক পিছনে বিজেপি
আপ— ৯৬
বিজেপি— ৭৬
কংগ্রেস— ৪
ওয়ার্ডে এগিয়ে রয়েছে।
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ০৮:৩৭
এগোচ্ছে আপ, পিছিয়ে পড়ছে বিজেপি
ব্যবধান বাড়িয়ে বিজেপির চেয়ে অনেকটা এগিয়ে গেল আপ। গণনার প্রাথমিক পর্যায় অনুযায়ী,
আপ— ৮৪
বিজেপি— ৬৫
কংগ্রেস— ৭
ওয়ার্ডে এগিয়ে রয়েছে।
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ০৮:৩১
রাজধানীর নগরনিগম ভোটে হাড্ডাহাড্ডি লড়াই
ভোটগণনার প্রাথমিক পর্যায় অনুযায়ী,
আপ — ৬৫
বিজেপি— ৬০
কংগ্রেস— ৩
ওয়ার্ডে এগিয়ে রয়েছে।
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ০৮:২৬
ব্যবধান বাড়াচ্ছে আপ, একটি ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস
আপ এগিয়ে ৪৭টি ওয়ার্ডে, বিজেপি এগিয়ে ৩৪টি ওয়ার্ডে, একটি ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস প্রার্থী।
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ০৮:১৮
শুরুতেই এগিয়ে গেল আপ
শুরুতেই বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গেল আপ। এখনও পর্যন্ত ৩০টি ওয়ার্ডের প্রাথমিক প্রবণতা পাওয়া গিয়েছে। তাতে ২০টি ওয়ার্ডে এগিয়ে রয়েছেন আপ প্রার্থীরা। ১০টিতে এগিয়ে বিজেপি। কংগ্রেস এখনও কোনও ওয়ার্ডে এগিয়ে নেই।
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ০৮:১০
বুথ ফেরত সমীক্ষায় কে কত?
ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার বুথ ফেরত সমীক্ষা বলছে, দিল্লি পুরসভায় আপ একাই পেতে চলেছে ১৪৯-১৭১টি আসন। বিজেপি আটকে যাবে ৬৯-৯১-এর মধ্যে। কংগ্রেস ৩-৭ এবং নির্দল ও অন্যরা পেতে পারে ৫-৯টি আসন।
ইটিজি-টিএনএনের সমীক্ষায় উঠে এসেছে, আপ পেতে পারে ১৪৬-১৫৬টি আসন, বিজেপি ৮৪-৯৪টি আসন, কংগ্রেস ৬-১০টি আসন এবং নির্দল ও অন্যরা জিততে পারে ০-৪টি আসন।
‘জন কি বাত’-এর জনমত সমীক্ষা অনুযায়ী আপ ১৫৯-১৭৫টি আসন পেতে পারে, বিজেপি ৭০-৯২, কংগ্রেস ৪-৭টি আসন জিততে পারে।
টিভি ৯-এর সমীক্ষা বলছে, আপ একাই পেতে পারে ১৪৫টি ওয়ার্ড, বিজেপির হাতে আসতে পারে ৯৪টি ওয়ার্ড, কংগ্রেস আটকে যেতে পারে ৮টি আসনে, অন্যান্য এবং নির্দল প্রার্থীরা জিততে পারেন সর্বাধিক ৩টি আসন।
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ০৮:০৯
কী বলছে বুথ ফেরত সমীক্ষা?
নবগঠিত দিল্লি নগরনিগমের ২৫০টি আসনের মধ্যে গরিষ্ঠতা পেতে গেলে প্রয়োজন ১২৬টি আসনের। প্রায় প্রতিটি বুথ ফেরত সমীক্ষাতেই দেখা যাচ্ছে, বিজেপিকে বহু পিছনে ফেলে এগিয়ে গিয়েছে আপ। টিমটিম করে জ্বলছে জাতীয় কংগ্রেস।
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ০৮:০৭
২০১৭-এর নগরনিগমের ভোটে জয়জয়কার ছিল বিজেপির
২০১৭-য় দিল্লি নগরনিগমে শেষ নির্বাচন হয়েছিল। তাতে বিজেপির জয়জয়কার ছিল। তৎকালীন দিল্লির তিনটি নগরনিগমের ২৭২টি ওয়ার্ডের মধ্যে ২০১৭ সালে ভোট হয় ২৭০টিতে। বিজেপি একাই জিতেছিল ১৮১টি ওয়ার্ড। আপ পেয়েছিল ৪৮টি ওয়ার্ড এবং কংগ্রেসের হাতে গিয়েছিল ৩০টি ওয়ার্ড। কিন্তু তার পর যমুনা দিয়ে বহু জল বয়ে গিয়েছে। গত মার্চেই রাজধানীর তিনটি পুরসভাকে এক ছাতার তলায় নিয়ে আসে কেন্দ্রীয় সরকার। এর ফলে ওয়ার্ড সংখ্যা কমে হয় ২৫০।
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২২ ০৮:০২
সকাল ৮টায় ভোটগণনা শুরু হল দিল্লি নগরনিগমের
সকাল ৮টায় ভোটগণনা শুরু হল দিল্লি নগরনিগমের। ঘণ্টাদুয়েকের মধ্যেই প্রবণতা স্পষ্ট হয়ে যাবে, এমনই বলছেন নির্বাচনের কারবারীরা। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, রাজধানীর নগরনিগম এ বারও কি থাকবে বিজেপির হাতেই? নাকি দিল্লি বিধানসভার মতো নগরনিগমও দখল করবে আম আদমি পার্টি (আপ)। কংগ্রেসের ফল নিয়ে অবশ্য কেউই তেমন ভাবে আশাবাদী নন।