এবার মধ্যপ্রদেশে লাগু হচ্ছে ‘ইউনিফর্ম সিভিল কোড’। বিজেপি শাসিত উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশে লাগু হয়েছে আগেই। এবার একই পথে হাঁটতে চলেছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। পাশাপাশি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের দাবি, গোটা দেশেই এই বিধি কার্যকর করা হোক।
মধ্যপ্রদেশের বারওয়ানিতে এক জনসভায় অংশ নেন শিবরাজ। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘সময় এসে গিয়েছে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার। আমি মধ্যপ্রদেশে এই বিধি চালু করতে প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছি। একটি কমিটি গঠন করা হয়েছে। এর ফলে সকলে একবারই বিয়ে করার সুযোগ পাবে’।
উল্লেখ্য, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই এক দেশ, এক আইনের পক্ষে সওয়াল করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। ২০১৯ সালেও বিজেপির নির্বাচনী ইস্তাহারে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার বিষয়টির উল্লেখ ছিল। তবে কেন্দ্রীয় স্তরে এখনও পর্যন্ত তা কার্যকর হয়ে ওঠেনি। কেন্দ্রীয় সরকার এখনও তেমন সদিচ্ছাও দেখায়নি। কিন্তু গত একবছরে এই নিয়ে চারটি বিজেপি শাসিত রাজ্য নিজেদের মতো করে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার ইঙ্গিত দিয়েছে। উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশের মতো গুজরাটেও বিজেপি ক্ষমতায় প্রত্যাবর্তন করলে এই বিধি চালু করা হবে বলে নির্বাচনী ইস্তেহারে দাবি করা হয়েছে।