জন্ম নিয়ন্ত্রণ ও সম্প্রীতি নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন সর্বভারতীয় যুক্ত গণতান্ত্রিক ফ্রন্টের সুপ্রিমো বদরুদ্দিন অজমল। তিনি বলেন, ‘হিন্দুরা বিয়ের আগে একাধিক অবৈধ স্ত্রী রাখে। তারা সন্তানের জন্ম দেয় না। স্ত্রীদের ভোগ করে এবং অঢেল পয়সা বাঁচায়’।
বিভিন্ন সময়েই দক্ষিণপন্থীরা মুসলিমদের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে কটাক্ষ করেছে। এই প্রসঙ্গে এআইডিইউএফ প্রধান বলেন, ‘পরিবারের চাপে পড়ে ৪০ বছর বয়সের পর তারা বিয়ে করে। ওই বয়সের পর কী ভাবে তাদের থেকে সন্তান আশা করা যায়? উর্বর জমিতে বীজ বপন করলেই ভাল ফসলের আশা করা উচিত। তাহলেই বংশ বৃদ্ধি হবে’।
অসমের এই রাজনীতিবিদ বলেন, হিন্দুদের ‘মুসলিম ফর্মুলা’ গ্রহণ করা উচিত। হিন্দু সন্তানদের অল্প বয়সে বিয়ে দেওয়ার পরামর্শ দেন তিনি। বদরুদ্দিন এ দিন বলেন, ‘মুসলিম পুরুষরা ২০ থেকে ২২ বছর বয়সে বিয়ে করে নেয়। মুসলিম মহিলারাও ১৮ বছরে বিয়ে করে নেয়। কিন্তু হিন্দুরা বিয়ের আগে একাধিক অবৈধ স্ত্রী রাখে। তারা সন্তানের জন্ম দেয় না। স্ত্রীদের ভোগ করে এবং অঢেল পয়সা বাঁচায়’।