আগামী সপ্তাহেই পুর নির্বাচন দিল্লিতে। ক্রমশ বাড়ছে উত্তেজনা। কোমর বেঁধে প্রচারে ঝাঁপিয়েছে সব রাজনৈতিক দলগুলি। তিনজন প্রাক্তন আপ বিধায়ক মঙ্গলবার যোগ দিলেন বিজেপিতে। বিজেপিতে যোগ দেওয়ার পাশাপাশি তাঁরা আপের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগরে দিলেন। দুর্নীতি নিয়ে আপ ও অরবিন্দ কেজরিওয়ালের তীব্র সমালোচনা করেন তাঁরা।
দীন দয়াল উপাধ্যায় মার্গে বিজেপির জাতীয় কার্যালয়ে তিন প্রাক্তন আপ বিধায়ক ঝাড়ু ছেড়ে হাতে পদ্ম তুলে নেন। এদিন দিল্লির ক্যানন্টমেন্টের দু’ বারের প্রাক্তন বিধায়ক কম্যান্ডো (প্রাক্তন) সুরেন্দর সিং অভিযোগ করেছেন, আপ টাকার বিনিময়ে পুরসভা নির্বাচনের সমস্ত টিকিট বিতরণ করেছে।
প্রসঙ্গত, ২০২০ সালেই কেজরিওয়ালের হাত ছেড়েছিলেন দু’ বারের বিধায়ক সুরেন্দর সিং। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে দিল্লি ক্যান্টনমেন্ট আসন থেকে তাঁকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার টিকিট দেওয়া হয়নি। তারপরই আপ থেকে বেরিয়ে আসেন তিনি। বাকি যে দু’ জন গতকাল বিজেপিতে যোগ দিয়েছেন তাঁরা হলেন রাজু ধিনগান ও চৌধুরী ফাতেহ সিং। চৌধুরী ফাতেহ সিং গত ২০১৫ সালে আপ ছেড়ে বেরিয়ে আসেন। তিনি বিজেপিতে যোগ দেওয়া প্রসঙ্গে বলেন, বিজেপিতে আসা যেন ঘরে ফেরা। আর ত্রিলোকপুরীর প্রাক্তন আপ বিধায়ক ধিনগান অভিযোগ করেছেন, সাধারণ ভলান্টিয়াররা আপে সম্মান পান না। সেটা পুরসভা নির্বাচনের সময় টিকিট বিতরণের সময়ই বোঝা গিয়েছে।